Dhaka ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

হ্যাপী কমিউনিটি কার্নিভাল, সিপিডিএল’র বর্ণাঢ্য আয়োজন!

  • রানা বিশ্বাস ।।
  • আপডেটের সময় : ০৭:৫১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৯ টাইম ভিউ

হ্যাপী কমিউনিটি কার্নিভালঃ ছন্দময় জীবনের কাব্য

ভালোবাসার আবেশে ঘেরা এক কাব্যগাঁথা নিয়ে এগিয়ে চলে জীবন, যা ব্যাপ্তি পায় প্রাত্যহিক সুখ-প্রাপ্তি-অপ্রাপ্তিতে। মাত্রা পায় প্রিয়জনের সাবলীল সান্নিধ্যে। কাব্যটি ঠিকানা সাজায় আপনার প্রিয় ঘরটিতে। দিন-প্রতিদিন নানা অনুভূতির অসংখ্য অণু কাব্য ঘিরে রাখে আপনার প্রিয় পরিবারকে। সেই অণু কাব্য গুলোকে স্বাচ্ছন্দ্যের ছন্দে গেঁথে আমরা নির্মাণ করি আপনার ঠিকানা, আপনার গৌরব, আপনার ছন্দময় জীবনের কাব্য।

গাঢ় সবুজ ঘাস গালিচায় মুড়ানো নিজস্ব একটি প্রাঙ্গণ, গভীর মমতায়, সযতন পরিচর্যায় সাজানো, উপরে অবারিত মুক্ত আকাশ, চারপাশে পরিপাটি বাগান, ফ্রেমে বাঁধানো বাগান পথ, তার মাঝে হুটোপুটি করে বেড়াচ্ছে প্রাণময় শিশুরা।

সবকিছুই একান্ত নিজের, একান্ত আপন।

এরকম আপন ভাবনা ও নিজস্বতা নিয়ে ভিন্ন ভিন্ন লোকেশনে ৫টি প্রকল্প নিয়ে সিপিডিএল সাজিয়েছে হ্যাপী কমিউনিটি কার্নিভাল- ছন্দময় জীবনের কাব্য। সিপিডিএল রুবিকন সিটি, ফারহান জেনিথ-২৪০, কল্পতরু, আয়েশা আইকন এবং সুলতানা গার্ডেনিয়া এমনই একেকটি জীবন-কাব্য।

যে কাব্যে ছন্দ আনবে আপনার শিশু’র দীপ্ত পদচারনা, যখন সে নিঃশঙ্কচিত্তে বেড়ে উঠবে আমাদের হ্যাপী কমিউনিটি’র সবুজ চত্ত্বরে।

সিপিডিএল হ্যাপী কমিউিনিটিতে শিশু-কিশোর থেকে শুরু করে পেশাজীবী, অবসরপ্রাপ্ত নারী-পুরুষ, বয়োবৃদ্ধসহ সবার জন্য অত্যাবশ্যকীয় লাইফস্টাইল সুবিধার আয়োজন রয়েছে। এর মাঝে আছে সেন্ট্রাল কনসিয়ার্জ সিস্টেম, সিনিয়র্স লাউঞ্জ, লাইব্রেরি, টিভি লাউঞ্জে, কমিউনিটি হল, ওয়াকওয়ে, ইনডোর ও আউটডোর জিমনেশিয়াম, ক্লাব হাউজ, ব্যাডমিন্টন কোর্টও বাস্কেটবলের হুপ, এম্ফিথিয়েটার, ইনডোর ও আউটডোর প্লে জোন, ছাদগুলোতে বসানো হবে পার্টি পার্লারও বারবিকিউ জোন, ইয়োগা ডেক, পারগোলা সম্বলিত বাগান, দোলনা ও আড্ডা কেন্দ্র সহ নানা আয়োজন।

রেডি ফ্ল্যাটের অপশন নিয়ে আছে দেবপাহাড়ে সুলতানা গার্ডেনিয়া ও জামালখানে আয়েশা আইকন এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদি কিস্তি সুবিধা নিয়ে নির্মাণাধীন আছে ঢাকা’র ভাটারাতে রুবিকন সিটি, চট্টগ্রামে’র লাভ লেইনে ফারহান জেনিথ-২৪০ এবং ও আর নিজাম রোডে কল্পতরু।
এই হ্যাপী কমিউনিটি’র যেকোন প্রকল্পে একটি ফ্ল্যাটের মালিকানা যে কারো জন্যই আরাধ্য হবে সেটাই স্বাভাবিক। সেই স্বপ্নপূরণের পথটিকে সুগম করতেই সিপিডিএল এবারের আয়োজন।

প্রকল্পের বাস্তব অবস্থা দেখে বুঝে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পছন্দের ফ্ল্যাটটি বুকিং দিতে অনুরোধ জানিয়েছেন সিপিডিএল। হ্যাপী কমিউনিটি কার্নিভাল একযোগে চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

হ্যাপী কমিউনিটি কার্নিভাল, সিপিডিএল’র বর্ণাঢ্য আয়োজন!

আপডেটের সময় : ০৭:৫১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ভালোবাসার আবেশে ঘেরা এক কাব্যগাঁথা নিয়ে এগিয়ে চলে জীবন, যা ব্যাপ্তি পায় প্রাত্যহিক সুখ-প্রাপ্তি-অপ্রাপ্তিতে। মাত্রা পায় প্রিয়জনের সাবলীল সান্নিধ্যে। কাব্যটি ঠিকানা সাজায় আপনার প্রিয় ঘরটিতে। দিন-প্রতিদিন নানা অনুভূতির অসংখ্য অণু কাব্য ঘিরে রাখে আপনার প্রিয় পরিবারকে। সেই অণু কাব্য গুলোকে স্বাচ্ছন্দ্যের ছন্দে গেঁথে আমরা নির্মাণ করি আপনার ঠিকানা, আপনার গৌরব, আপনার ছন্দময় জীবনের কাব্য।

গাঢ় সবুজ ঘাস গালিচায় মুড়ানো নিজস্ব একটি প্রাঙ্গণ, গভীর মমতায়, সযতন পরিচর্যায় সাজানো, উপরে অবারিত মুক্ত আকাশ, চারপাশে পরিপাটি বাগান, ফ্রেমে বাঁধানো বাগান পথ, তার মাঝে হুটোপুটি করে বেড়াচ্ছে প্রাণময় শিশুরা।

সবকিছুই একান্ত নিজের, একান্ত আপন।

এরকম আপন ভাবনা ও নিজস্বতা নিয়ে ভিন্ন ভিন্ন লোকেশনে ৫টি প্রকল্প নিয়ে সিপিডিএল সাজিয়েছে হ্যাপী কমিউনিটি কার্নিভাল- ছন্দময় জীবনের কাব্য। সিপিডিএল রুবিকন সিটি, ফারহান জেনিথ-২৪০, কল্পতরু, আয়েশা আইকন এবং সুলতানা গার্ডেনিয়া এমনই একেকটি জীবন-কাব্য।

যে কাব্যে ছন্দ আনবে আপনার শিশু’র দীপ্ত পদচারনা, যখন সে নিঃশঙ্কচিত্তে বেড়ে উঠবে আমাদের হ্যাপী কমিউনিটি’র সবুজ চত্ত্বরে।

সিপিডিএল হ্যাপী কমিউিনিটিতে শিশু-কিশোর থেকে শুরু করে পেশাজীবী, অবসরপ্রাপ্ত নারী-পুরুষ, বয়োবৃদ্ধসহ সবার জন্য অত্যাবশ্যকীয় লাইফস্টাইল সুবিধার আয়োজন রয়েছে। এর মাঝে আছে সেন্ট্রাল কনসিয়ার্জ সিস্টেম, সিনিয়র্স লাউঞ্জ, লাইব্রেরি, টিভি লাউঞ্জে, কমিউনিটি হল, ওয়াকওয়ে, ইনডোর ও আউটডোর জিমনেশিয়াম, ক্লাব হাউজ, ব্যাডমিন্টন কোর্টও বাস্কেটবলের হুপ, এম্ফিথিয়েটার, ইনডোর ও আউটডোর প্লে জোন, ছাদগুলোতে বসানো হবে পার্টি পার্লারও বারবিকিউ জোন, ইয়োগা ডেক, পারগোলা সম্বলিত বাগান, দোলনা ও আড্ডা কেন্দ্র সহ নানা আয়োজন।

রেডি ফ্ল্যাটের অপশন নিয়ে আছে দেবপাহাড়ে সুলতানা গার্ডেনিয়া ও জামালখানে আয়েশা আইকন এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদি কিস্তি সুবিধা নিয়ে নির্মাণাধীন আছে ঢাকা’র ভাটারাতে রুবিকন সিটি, চট্টগ্রামে’র লাভ লেইনে ফারহান জেনিথ-২৪০ এবং ও আর নিজাম রোডে কল্পতরু।
এই হ্যাপী কমিউনিটি’র যেকোন প্রকল্পে একটি ফ্ল্যাটের মালিকানা যে কারো জন্যই আরাধ্য হবে সেটাই স্বাভাবিক। সেই স্বপ্নপূরণের পথটিকে সুগম করতেই সিপিডিএল এবারের আয়োজন।

প্রকল্পের বাস্তব অবস্থা দেখে বুঝে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পছন্দের ফ্ল্যাটটি বুকিং দিতে অনুরোধ জানিয়েছেন সিপিডিএল। হ্যাপী কমিউনিটি কার্নিভাল একযোগে চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন