গ্যাস বিষ্ফোরণে আহত তিশা গোমেজ আর নেই

গ্যাস বিষ্ফোরণে আহত তিশা গোমেজ আর নেই

পোস্টকার্ড প্রতিবেদক ।।

চট্টগ্রামের পাথরঘাটায় এলাকার একটি বাড়িতে গ্যাস লাইনের রাইজারে বিষ্ফোরণে আহত তিশা গোমেজ মারা গেছেন।

আজ শুক্রবার ( ২৯ নভেম্বর) সকালে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিশা গোমেজ পাথারঘাটার অনিল গোমেজের মেয়ে।  তিনি ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বি.কম এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়া পড়ালেখার পাশাপাশি সেন্ট জনস গ্রামার স্কুলে শিক্ষকতা করতেন তিনি।

এর আগে রবিবার (১৭ নভেম্বর) রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিংয়ের নিচতলায় গ্যাস লাইনের রাইজারে বিষ্ফোরণে দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, বিষ্ফোরণের ঘটনায় আহত অবস্থায় তাকে এখানে ভর্তি করা হয়েছিল। তার অবস্থা আশংকাজনক ছিল। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।