সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সুপার ফোরে মোহামেডান ব্লুজ

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সুপার ফোরে মোহামেডান ব্লুজ
সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সুপার ফোরে মোহামেডান ব্লুজ

ক্রীড়া প্রতিবেদক।। 

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে চতুর্থ দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ। গতকাল মঙ্গলবার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে লিগের ‘ডি’ গ্রুপের খেলায় মোহামেডান ব্লুজ ৯ উইকেটের বিশাল ব্যবধানে সেবানিকেতনকে পরাজিত করে। একই গ্রুপে লিগের অন্য খেলায় ক্রিসেন্ট ক্লাব ৪ উইকেটে টাউন ক্লাবকে পরাজিত করে। এতে করে ‘ডি’ গ্রুপে মোহামেডান ব্লুজ, ক্রিসেন্ট ক্লাব এবং টাউন ক্লাব এই তিন দলের পয়েন্ট সমান হয়ে যায়। প্রত্যেক দলই মোট ৬ পয়েন্ট করে পায়। তবে রান রেটের ভিত্তিতে এগিয়ে থাকার সুবাদে মোহামেডান ব্লুজ গ্রুপের শীর্ষ দল হিসেবে বিবেচিত হয়। তারাই সুপার ফোরে অংশ নেবে।

গতকাল টসে জিতে মোহামেডান ব্লুজ প্রথমে সেবানিকেতনকে ব্যাট করতে পাঠায়। ৪৫ ওভারে নির্ধারিত খেলায় সেবানিকেতন মাত্র ২৩.৪ ওভার ব্যাট করে মাত্র ৪৩ রানে অল আউট হয়ে যায়। দলের আসাদ হাকিম মানসিব ১১ রান করেন। মোহামেডান ব্লুজের হুমায়ুন রশিদ ১৪ রানে ৫টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট পান জাবেদ ইকবাল এবং মো. হাসান। জবাবে মোহামেডান ব্লুজ ৫ ওভার ব্যাট করে ১টি উইকেট হারিয়ে ৪৭ রান তুলে নেয়। দলের জিয়াউর রাহমান জিতু ২৯ এবং রুবায়েত খান আফ্রিদি ১৫ রানে অপরাজিত থাকেন।

এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ক্রিসেন্ট ক্লাব টাউন ক্লাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। টাউন ক্লাব ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে। দলের পক্ষে মারুফল আলম ২৪, আবতাহি মাজহার ২৬, সুহাদ ইলাহিন ৩৩, সরফরাজ নেওয়াজ ৪৯ এবং অন্তর চন্দ্র ৩৬ রান করেন। অতিরিক্ত রান হয় ২৮। ক্রিসেন্ট ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নেন গাজী আবদুস এবং আরাফাত আফসান। জবাবে ক্রিসেন্ট ক্লাব ৪৯.২ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তুলে নেয়। দলের হয়ে শাহ ইয়াসির বিন ৪৩,সাইফ সিদ্দিক ২৩, আশরাফুল হাসান ২৯,তানভির হোসেন ২৬ এবং আফনান চৌধুরী ইনান অপরাজিত ২৭ রান করেন। ১১ রান করে জমা করেন তুষার শীল এবং আরাফাত আফসান। অতিরিক্ত রান হয় ২৯। টাউন ক্লাবের পক্ষে ২টি উইকেট নেন সরফরাজ নেওয়াজ।

আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্ব। এ পর্বের অপর তিনটি দল হলো : নোয়াপাড়া লায়ন্স ক্লাব, কে এম স্পোর্টিং ক্লাব এবং আগ্রাবাদ কমরেড ক্লাব।

খালেদ /পোস্টকার্ড ;