নির্মাণের দুমাসেই ভেঙে গেল সীতাকুণ্ড কুমিরা-সন্দ্বীপ জেটি ঘাট, ভোগাান্তিতে যাত্রীরা

নির্মাণের দুমাসেই ভেঙে গেল সীতাকুণ্ড কুমিরা-সন্দ্বীপ জেটি ঘাট, ভোগাান্তিতে যাত্রীরা
নির্মাণের দুমাসেই ভেঙে গেল সীতাকুণ্ড কুমিরা-সন্দ্বীপ জেটি ঘাট, ভোগাান্তিতে যাত্রীরা

পোস্টকার্ড নিউজ ।।

নির্মাণের দুমাসেই সীতাকুণ্ডের কুমিরা-সন্দ্বীপ নৌপথে নির্মিত জেটি ভেঙে পানিতে পড়ে গেছে। ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে চট্টগ্রামের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে স্বাভাবিক জোয়ার থেকে ৫ থেকে ৮ ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়। এর প্রভাবে জেটি ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত দুমাস আগেই শেষ হয়েছিল সীতাকুণ্ডের কুমিরা-সন্দ্বীপ নৌপথে বিকল্প জেটি নির্মাণ কাজ। প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই জেটিটি ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ভেঙে পড়েছে। পাশাপাশি যাত্রী ওঠানামার সুবিধার্থে জেটির পাশে ইজারাদারদের নির্মিত ভ্রাম্যমাণ ব্রিজের সামনের অংশ ভেঙে পড়ায় ভোগাান্তিতে পড়েছেন যাত্রীরা।

কুমিরা-সন্দ্বীপের এ ঘাট দিয়ে প্রতিদিন প্রায় পাঁচশ মানুষ পারাপার করে। জেটি ও ব্রিজের ক্ষতি হওয়ায় ঘাট পার হতে গিয়ে মানুষ রীতিমত ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে দু তিনদিনের মধ্যে লোহার ব্রিজটি মেরামত করা হবে বলে জানিয়েছেন ইজারাদার প্রতিষ্ঠান ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মে কুমিরা-গুপ্তছড়া নৌপথের কুমিরা অংশের জেটির সিঁড়ি ভেঙে সাগরে পড়ে যায়। পাশাপাশি জেটির পশ্চিমাংশের ৩৬টি পিলারের নিচের মাটি সরে গিয়ে সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ জেটিতে যাত্রী চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি জেটির প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থ এই জেটির কাজ শুরু হয় গত ১৮ মে। কাজটি শেষ হতে প্রায় এক মাস সময় লাগে।এটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৪০ লাখ টাকা। জেটির পাশে যাত্রীদের স্পিডবোট থেকে ওঠানামার সুবিধার্থে লোহার তৈরি ভ্রাম্যমাণ ব্রিজ তৈরি করে ইজারাদাররা।

কুমিরাঘাটের সুপারভাইজার মো. কাউছার বলেন, দুমাস আগে জেটির কাজ শেষ করা হয়েছিল। ৪০ লাখ টাকা ব্যয়ে এটি নির্মিত হলেও টেকসই হয়নি। ফলে প্রবল স্রোতের আঘাতে জেটিটি ভেঙে গেছে। যাত্রীরা এতে ভোগান্তিতেও পড়েছেন।

এবিষয়ে জানতে বিআইডব্লিউটিএর চট্টগ্রামের বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নয়ন শীল জানান, দ্রুত লোহার ব্রিজটি মেরামত করা হবে। এর জন্য বাজেট বরাদ্দসহ আনুষঙ্গিক কাজ এগিয়ে নিয়ে ব্রিজটি পুনরায় যাত্রীদের চলাচলের উপযোগী করে চালু করতে প্রায় এক মাস লাগতে পারে। এছাড়া মূল জেটির সংস্কারের জন্য বাজেট বরাদ্দ হয়েছে জানিয়ে তিনি বলেন, শীঘ্রই জেটির মেরামতের কাজ শুরু হবে।

খালেদ / পোস্টকার্ড ;