পিছিয়ে পড়ছে সীতাকুণ্ডের পর্যটন শিল্প, উন্নয়নের ছোঁয়া লাগেনি দীর্ঘদিনেও

পিছিয়ে পড়ছে সীতাকুণ্ডের পর্যটন শিল্প, উন্নয়নের ছোঁয়া লাগেনি দীর্ঘদিনেও
পিছিয়ে পড়ছে সীতাকুণ্ডের পর্যটন শিল্প, উন্নয়নের ছোঁয়া লাগেনি দীর্ঘদিনেও

বিশেষ প্রতিবেদক।।

থমকে আছে সীতাকুণ্ডের পর্যটন শিল্প। দীর্ঘদিনেও আশারুপ কোন পরিবর্তন আসেনি এই শিল্পে । অথচ সীতাকুণ্ডকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি। ৩৭ কিলোমিটার আয়তনের এ উপজেলার পূর্ব দিকে পুরোটাজুড়েই আছে সুউচ্চ পর্বতমালা। পাহাড়কে ঘিরে গড়ে উঠেছে ছোটদারোগারহাট সহস্রধারা ঝর্ণা, চন্দ্রনাথ ধাম মহাতীর্থ, ইকোপার্ক, ভাটিয়ারী প্রাকৃতিক লেক, মাটিটা, ক্যাফে টুয়েন্টিফোর নামক পর্যটন স্পট। এসব স্পটের পাহাড়ে আছে অসংখ্য রকম জীবজন্তু, আছে বেশ কয়েকটি নয়নাভিরাম ঝর্ণা, প্রাকৃতিক লেক, বিভিন্ন প্রজাতির গাছের বাগান প্রভৃতি। সবুজ বৃক্ষরাজির মধ্যদিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা পথে এসব অপরূপ সৌন্দর্য্য দেখে মুগ্ধ হন অসংখ্য পর্যটক । আর এই সৌন্দর্য উপভোগ প্রায়ই আসেন প্রকৃতিপ্রেমী মানুষ। 

সীতাকুন্ডের বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়  থাকে প্রায়ই , বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল নামে। শিশুসহ নানা বয়সী মানুষ পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমায়।

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন। সীতাকুন্ডের ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন, গুলিয়াখালী সমুদ্র সৈকত, কুমিরা ঘাট, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, আকিলপুর বিচ,  ঝরঝরি ঝরনা ট্রেইল, কমলদহ ঝরনা ট্রেইলসহ অন্যান্য বিনোদন কেন্দ্র গুলোতেও নানা বয়সী নারী, পুরুষ ও শিশুদের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে প্রায়ই ।

অথচ এই পর্যটন এলাকাকে ঘিরে বিগত বছরগুলোতে উন্নয়নের ছোঁয়া লাগেনি বললেই চলে। সম্ভাবনা থাকলেও অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, পর্যটকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা এবং নিরাপত্তা ব্যবস্থাসহ নানান কারণেই সম্ভাবনার এ পর্যটন খাত দিনদিন পিছিয়ে পড়ছে। সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করলে পর্যটন খাত থেকেও কোটি কোটি টাকার রাজস্ব আয় সম্ভব।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, সীতাকুণ্ডে পর্যটনকে ঘিরে অনেক সম্ভাবনা আছে। তবে কিছু পরিকল্পিত উন্নয়নের প্রয়োজন। তাহলে পর্যটন শিল্পেও অবদান রাখবে এ সীতাকুণ্ড। পর্যটন শিল্পকে ঘিরে কী করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা করা হবে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড;