সীতাকুণ্ডে গলদা চিংড়ি আটক, পশুখাদ্যের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ডে গলদা চিংড়ি আটক, পশুখাদ্যের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা
সীতাকুণ্ডে গলদা চিংড়ি আটক, পশুখাদ্যের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি ।। 

অবৈধভাবে গলদা চিংড়ি শিকার ও পাচারের চেষ্টাকালে সীতাকুণ্ড থেকে এক লাখ গলদা চিংড়ি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লাইসেন্স নবায়ন না করায় একটি পশুখাদ্যের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা ও কিছু সামুদ্রিক মাছ আটক করে তা নিলামে বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) বিকালে বাঁশবাড়িয়া আকিলপুর এলাকা ও কুমিরা এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।

সীতাকুণ্ড উপজেলা মৎস্য অফিসার মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা মৎস্য আহরণ নিষিদ্ধ রয়েছে। কিন্তু অনেক জেলেই তা মানছেন না। এমন খবরে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আকিলপুর এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস গলদা চিংড়ি পোনা জব্দ করে ইউএনও মো. শাহাদাত হোসেন।

এসময় কুমিরা এলাকায় একটি পশুখাদ্য ভান্ডারের মালিক কামরুল হোসাইনকে লাইসেন্স নবায়ন না করায় ১০ হাজার টাকা জরিমানা ও সাগর থেকে শিকার করা ৩০ কেজি সামুদ্রিক মাছ জব্দ শেষে নিলামে বিক্রি করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;