সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের প্রবেশ পথে সিসি ক্যামেরা ও চেকপোস্ট স্থাপন

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের প্রবেশ পথে সিসি ক্যামেরা ও চেকপোস্ট স্থাপন
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের প্রবেশ পথে সিসি ক্যামেরা ও চেকপোস্ট স্থাপন

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের বায়েজিদ লিংক রোড প্রবেশ মুখ সংলগ্ন এলাকায় ১৫টি সিসি ক্যামেরা স্থাপন, রোড ব্লকেজ ও চেক পোস্ট বসানোর কাজ শুরু হয়েছে । বুধবার থেকে এসব স্থাপনার কাজ শুরু করে প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, বায়েজিদ লিংক রোড সংলগ্ন কর্ণফুলী গ্যাস পাইপ লাইনের নিরাপত্তার স্বার্থে এই প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ভারী যানবাহন চলাচল করছিল। চেক পোস্ট ও সিসি ক্যামেরা স্থাপনের ফলে এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

তিনি আরো বলেন, চারটি পয়েন্টে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে যেন গ্যাস পাইপ লাইন ঝুঁকিমুক্ত থাকে এবং অবৈধভাবে পাহাড় কাটা ও অবৈধ বসতি নির্মাণের ভারী যন্ত্রপাতি বা ভারী যান চলাচল করতে না পারে। চেক পোস্ট ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক সকল বিষয় মনিটরিং করা হবে। এছাড়া লাইসেন্সবিহীন সিএনজি টেক্সি চলাচল সীমিত করা হয়েছে এবং জঙ্গল সলিমপুরে প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। একটি মাত্র রাস্তা খোলা থাকবে। সেটি হল চেকপোস্টের রাস্তা। যদি কেউ জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে চায়, এ চেকপোস্ট দিয়েই প্রবেশ করতে হবে। যাওয়া-আসার সময় বেশকিছু সিএনজি অটোরিক্সা ও গাড়ির কাগজপত্র যাচাই করে চালকদের সতর্ক করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, দুর্ঘটনা এড়াতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চ চাপ বিশিষ্ট চট্টগ্রাম রিং-মেইন গ্যাস পাইপলাইনের ওপর দিয়ে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর যাওয়ার বিকল্প পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবেশমুখে বসানো হয়েছে চারটি চেকপোস্ট।

তিনি জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ চেকপোস্টে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, আনসার সদস্য, ওয়াসা, সিটি কর্পোরেশন, সিডিএ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সরকারি সকল দপ্তরের প্রতিনিধি। প্রসঙ্গত, পার্ক নির্মাণ, কারাগার স্থানান্তরসহ সরকারি পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর-আলীনগরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড় দখল করে অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে। অভিযানকালে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর প্রতিবাদে দখলদাররা গত মঙ্গলবার মহাসড়কে বিক্ষোভ করে ।

খালেদ / পোস্টকার্ড ;