সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক।।

শনিবার (২১ মার্চ) রাত ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত চার দেশ ও অঞ্চল বাদে সব আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সরকার।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেবল ওই চারটি এয়ারলাইন্সই নয়, ১০টি দেশের সব কমার্শিয়াল প্যাসেঞ্জার ফ্লাইট বাতিল করা হয়েছে। চারটি এয়ারলাইন্স বাদে সব বিমান বন্দরে সব আন্তর্জাতিক ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এই চারটি এয়ারলাইন্স হলো- চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন, ক্যাথে প্যাসিফিক ও থাই এয়ারওয়েজ।

দেশগুলো হচ্ছে- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৯৫২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৩৯৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯১২ জন। বাংলাদেশে এ ভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ।