সীতাকুণ্ডে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর উপর হামলা,তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি আইইবির

সীতাকুণ্ডে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর উপর হামলা,তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি আইইবির
সীতাকুণ্ডে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর উপর হামলা,তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি আইইবির

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভার মেয়রের বিপরীতে ১৩ টি মিটারের বিদ্যুৎ বিল নিতে গেলে সীতাকুন্ডের পোরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ ফজলে এলাহির নেতৃত্বে ১০/১২ জন প্রকৌশলী মোহাম্মদ ইমতিয়াজের উপর অতর্কিতভাবে হামলা করে। এক পর্যায়ে প্রকৌশলী মোহাম্মদ ইমতিয়াজকে শারীরিকভাবে রক্তাক্ত করলে দ্রুত নিকটস্থ থানায় ফোন দিলে দায়িত্বপ্রাপ্ত অফিসার প্রকৌশলী ইমতিয়াজকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এই প্রকৌশলীকে রক্তাক্ত করায় প্রতিবাদে আইইবি'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. মঞ্জুরুল হক মঞ্জু আলম স্বাক্ষরিত এক প্রতিবাদ পত্রে জানান,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় দেশের অবকাঠামা ও সার্বিক উন্নয়নে দেশব্যাপী প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ এবং ডেল্টাপ্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রকৌশলীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে। কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি দায়িত্ব পালনকালে প্রকৌশলীরা বিভিন্নভাবে লাঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিক্রয় ও বিতরণ বিভাগ, বাড়বকুন্ড, চট্টগ্রামে কর্মরত উপ-বিভাগী প্রকৌশলী মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ এর নেতৃত্বে বিউবো'র কয়েকজন কর্মকর্তা-কর্মচারী চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভার মেয়রের বিপরীতে ১৩ টি মিটারের বিদ্যুৎ বিল নিতে গেলে সীতাকুন্ডের পোরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ ফজলে এলাহির নেতৃত্বে ১০/১২ জন প্রকৌশলী মোহাম্মদ ইমতিয়াজের উপর অতর্কিতভাবে হামলা করে। এক পর্যায়ে প্রকৌশলী মোহাম্মদ ইমতিয়াজকে শারীরিকভাবে রক্তাক্ত করলে দ্রুত নিকটস্থ থানায় ফোন দিলে দায়িত্বপ্রাপ্ত অফিসার প্রকৌশলী ইমতিয়াজকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

সম্পূর্ণ বেআইনীভাবে উপ-বিভাগী প্রকৌশলী মোহাম্মদ নাফিজ ইমতিয়াজকে শারীরিকভাবে লাঞ্চনা করার বিষয়টি এজহারের মাধ্যমে আইইবি অবগত হয়েছে।

সরকারি দায়িত্ব পালনকালে একজন প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্চনা করা আইনত দন্ডনীয় অপরাধ। প্রকৌশলীর সাথে এ ধরণের ঘটনায় সারাদেশের প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

এ ঘটনায় স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত "ঘরে ঘরে বিদ্যুৎ" বাস্তবায়নে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যক্রমের সাথে সাথে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে বিঘ্ন ঘটবে বলে আইইবি মনে করে। এ পরিপ্রেক্ষিতে দেশের উন্নয়ন কার্যক্রমকে সচল রাখতে মাঠপর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করার জন্য আইইবি জোর দাবী জানাচ্ছে ।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং একই সাথে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে । প্রেস বিজ্ঞপ্তি

খালেদ / পোস্টকার্ড ;