সীতাকুণ্ডে স্ক্র্যাপবাহী ট্রাক উল্টে পড়ল পুলিশের গাড়িতে , আহত ৩

সীতাকুণ্ডে স্ক্র্যাপবাহী ট্রাক উল্টে পড়ল পুলিশের গাড়িতে , আহত ৩
সীতাকুণ্ডে স্ক্র্যাপবাহী ট্রাক উল্টে পড়ল পুলিশের গাড়িতে , আহত ৩

নিউজ ডেস্ক ।।

স্ক্র্যাপবাহী একটি ড্রাম ট্রাক উল্টে পুলিশের টহল গাড়ির উপর পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড এলাকায়। এ সময় ওই গাড়িতে থাকা ২ পুলিশ সদস্য ও ড্রাম ট্রাকের চালক আহত হয়েছেন এবং পুলিশের ভ্যানটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

আজ রবিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থায়ীয় ও পুলিশ সুত্রে যায়, এবি এন্টারপ্রাইজের স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকটি (চট্টমেট্রো-শ-১১-১৪৮৭) প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ওঠে যায়। পরে উল্টে গিয়ে সামনে থাকা পুলিশের একটি গাড়ি চাপা দেয় ।এতে পুলিশের গাড়িটিও সড়কের বাইরে চলে যায়। গাড়িটির পেছনের বেশিরভাগ অংশ দুমড়েমুচড়ে গেছে। অপরদিকে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকটির দুই অংশে বিভক্ত হয়ে যায় ।

অন্যদিকে সড়কে স্ক্র্যাপ লোহা ছড়িয়ে পড়লে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্ক্র্যাপ লোহা নিয়ে ট্রাকটি মিরসরাইয়ের বিএসআরএম কারখানায় যাচ্ছিল।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ এসআই আলমগীর হোসেন বলেন, একটি স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাক উল্টে পুলিশের গাড়িকে চাপা দিয়েছে। গাড়িটি ক্রেইন দিয়ে সরানো হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আহতরা এখন সুস্থ আছেন বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;