সীতাকুণ্ডে ম্যাজিস্ট্রেট আসার খবরে পালালো পাহাড়খেকোরা , স্কেভেটর জব্দ

সীতাকুণ্ডে ম্যাজিস্ট্রেট আসার খবরে  পালালো পাহাড়খেকোরা , স্কেভেটর জব্দ
সীতাকুণ্ডে ম্যাজিস্ট্রেট আসার খবরে পাহাড়খেকোরা পালালো, স্কেভেটর জব্দ

ডেস্ক নিউজ , পোস্টকার্ড।।

সীতাকুণ্ডের ফৌজদারহাট - বায়েজিদ লিংক রোডে ম্যাজিস্ট্রেট আসার খবরে স্কেভেটর ফেলে পালিয়েছে পাহাড়খেকোরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের পাশ্ববর্তী স্থানে অভিযানের সময় এ ঘটনা ঘটে। এ সময় কাউকে না পেয়ে পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর তিনটি জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, কিছু দুষ্কৃতকারী স্কেভেটর দিয়ে বায়েজিদ সংযোগ সড়কের পাশ্ববর্তী স্থানের পাহাড় কাটছে বলে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তবে তাদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। নাম ঠিকানা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি স্কেভেটর জব্দ করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।

খালেদ / পোস্টকার্ড ;