সীতাকুণ্ডে সিএাং’র প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি, স্থানীয় এম পি’র ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন

সীতাকুণ্ডে সিএাং’র প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি, স্থানীয় এম পি’র ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন
সীতাকুণ্ডে সিএাং’র প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি, স্থানীয় এম পি’র ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ড উপজেলায় ঘূর্ণিঝড় "সিএাং"-এর প্রভাবে পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে দশ ফুট বৃদ্ধি পাওয়ার ফলে সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকার ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্টানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর ২০২২খ্রিঃ) আনুমানিক সকাল ১০টায় সীতাকুণ্ডে উপজেলার কদমরসুল এলাকায়স্থ আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডের পাশে বঙ্গোপসাগর থেকে ভেসে আসে অজ্ঞাতনামা এক শিশুর লাশ।

নৌ-পুলিশের এসআই মাহবুব বলেন, গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, আলহাজ্ব দিদারুল আলম এম পি, এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কমর্কতা শাহ আলম, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরর্শেদ হোসেন চৌধুরী, কুমিরা ইউ পি সচিব শৌভন কান্তি ভৌমিক, মো:আলি,  খোরশেদ মেম্বার প্রমুখ ।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ শাহাদাত হোসেন জানান, গতকাল রাতেই আমরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরির্দশণ করি, সেসব এলাকার জনগণদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসি। তিনি বলেন,  ইতিমধ্যে যেসব এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে সেসব ক্ষতিগ্রস্থ এলাকার তালিকা করার জন্য ইউ পি চেয়ারম্যানকে আদেশ প্রদান করা হয়েছে  ।

এসময় এম পি আলহাজ্ব দিদারুল আলম জানান, আমাদের সীতাকুণ্ডে তেমন কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই, সাধারণ ভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের একটি তালিকা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশ দেওয়া হয়েছে এবং অতি শীগ্রই তালিকা অনুযায়ী তাদের ক্ষতিপূরণ ও সহযোগীতা প্রদান করা হবে বলে জানান তিনি  ।

খালেদ / পোস্টকার্ড ;