পরিত্যাক্ত অবস্থায় নবজাতক শিশু উদ্ধার বায়েজিদ বোস্তামী এলাকা থেকে

পরিত্যাক্ত  অবস্থায় নবজাতক শিশু উদ্ধার বায়েজিদ বোস্তামী এলাকা থেকে
পরিত্যাক্ত অবস্থায় নবজাতক শিশু উদ্ধার বায়েজিদ বোস্তামী এলাকা থেকে

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে পরিত্যাক্ত  অবস্থায় এক  নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯জানুয়ারি)  পৌনে ১১টার দিকে  স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে  বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগর ওয়েল মিলস্ জি.সি. ফ্যাক্টরীর পাশে ময়লার স্তুপে পরিত্যক্ত অবস্থায়  নবজাতক মেয়ে শিশুটিকে উদ্ধার করে বায়েজিদ থানা পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব প্রিটন সরকার জানান, নবজাতকটিকে দেখে  স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে  পরিত্যক্ত অবস্থায় নবজাতক মেয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় অক্সিজেন মোড়স্থ প্লাজমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নবজাতক মেয়ে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।

চমেক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নবজাতকটির শারীরিক অবস্থা ভালো বলে  চিকিৎসা সনদ প্রদান করিলে নবজাতক মেয়ে শিশুটিকে পরিচর্যার জন্য চমেক হাসপাতাল সমাজসেবা পরিচালকের কার্যালয়ের মাধ্যমে  বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ ছোট মণি নিবাসকে  বুঝিয়ে দেয়। বর্তমানে নবজাতক শিশুটি ছোট মণি নিবাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।