সীতাকুণ্ড পৌরসভা বাস টার্মিনাল উদ্বোধন

সীতাকুণ্ড পৌরসভা বাস টার্মিনাল উদ্বোধন
সীতাকুণ্ড পৌরসভা বাস টার্মিনাল উদ্বোধন

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ড পৌরসভা বাস টার্মনাল (প্রস্তাবিত) উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ্বে সীতাকুণ্ড পৌরসদরের উত্তর বাজার অংশে প্রস্তাবিত এ বাস টার্মিনালের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে এবং পৌর কাউন্সিল সফিউল আলম চৌধুরী মুরাদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ, বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজিজুল হক, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের আহব্বায়ক সাংবাদিক ইউসুফ খান, সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সীতাকুণ্ড বাস মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন,সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী পায়েল প্রমুখ।

সংসদ সদস্য দিদারুল আলম বলেন, পুরো বিশ্ব আমাদের সীতাকুণ্ডকে জানে। বিশেষ করে চন্দ্রনাথ মন্দিরের তীর্থস্থান, পশ্চিমে ইকোনমিক জোন ও আমাদের পর্যটন শিল্পের খ্যাতি দেশজোড়া। কিন্ত সীতাকুণ্ডে একটি বাস স্ট্যান্ড নেই। অপরিকল্পিত বাস স্ট্যান্ডে অহরহ ঘটছে দুর্ঘটনা। এটি আমাদের নজরে আসে। সেই থেকে আমরা সীতাকুণ্ডে একটি বাস স্ট্যান্ড করার পরিকল্পনা করি। আর আজ সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। এটি অত্যন্ত খুশির সীতাকুণ্ডবাসীর জন্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে দিদারুল আলম বলেন, প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ করে দিয়েছেন। মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ও পৌর ভবনের পাশে নতুন একটি ভবন নির্মাণের কাজ চলছে। পরে সংসদ সদস্য দিদারুল আলম ব্যক্তিগত অর্থায়নে সীতাকুণ্ড পৌরসদরে গণশৌচাগার করে দেয়ার ঘোষণা দেন।

খালেদ / পোস্টকার্ড ;