সীতাকুণ্ডের কালা বাবুর ওজন ২৪ মণ, দাম সাড়ে ১২ লাখ

সীতাকুণ্ডের কালা বাবুর ওজন ২৪ মণ, দাম সাড়ে ১২ লাখ
সীতাকুণ্ডের কালা বাবুর ওজন ২৪ মণ, দাম সাড়ে ১২ লাখ

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

কলো রঙের তাই শখ করে নাম লিখেছেন কালা বাবু। ওজনে প্রায় ২৪ মণ । এটি প্রায় ৮ ফুট উঁচু ও লম্বায় প্রায় ১৫ ফুট। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির দাম হাঁকা হয়েছে সাড়ে ১২ লাখ টাকা।এই গরু দেখতে ভিড় করছেন সীতাকুণ্ডের বিভিন্ন এলাকার লোকজন।

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের খামারি মো. রাসেল গরুটি পালন করেছেন। বিশাল আকৃতির এই ষাঁড়টি উপজেলাবাসীর নজর কেড়েছে সবার ।

কথা প্রসঙ্গে রাসেল জানান, এবারের কোরবানি ঈদে বিক্রির জন্যে প্রায় ৩ বছর ধরে তিনি নিজের সন্তানের মতো আদর যত্ন করে লালন–পালন করেছেন গরুটি। শখ করে নাম রেখেছি কালা বাবু।

রাসেল বলেন, আপাতত সাড়ে ১২ লাখ টাকা দাম চাচ্ছেন তিনি। স্থানীয় বাজারে এ ধরনের গরুর চাহিদা থাকলেও কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যায়না । তাই তিনি এবার বড় কোরবানির গরুর হাট এবং অনলাইনে ক্রেতা খুঁজছেন। গরুটি বিভিন্ন নিয়ে যাবেন। বাজার দর অনুযায়ী আলোচনার মাধ্যমে মূল্য কমবেশি হতে পারে। এ ছাড়াও স্থানীয় কেউ এটি কিনতে চাইলে ঈদের আগের দিন পর্যন্ত গরুটি সযত্নে রাখার সুব্যবস্থা রয়েছে বলেও জানান । সরাসরি আলোচনায় মূল্য কিছুটা কমাতে পারেন বলেও জানান তিনি।

তিনি বলেন, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ঘাস, ভূসি, খইল খাইয়ে লালন–পালন করা হয়েছে গরুটিকে। পরম যত্নে গরুটি পালন করতে পরিবারের সদস্যরাও কষ্ট করেছেন। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটি তিন বছর আগে আরেকটি গরুর সাথে বাছুর হিসেবে ক্রয় করা হয় বলে জানান রাসেল।

খালেদ / পোস্টকার্ড ;