সীতাকুণ্ড পৌর নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

সীতাকুণ্ড পৌর নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

সীতাকুণ্ড প্রতিনিধি ।। 

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়াও শুক্রবার ৭৫ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতীক পেয়েই প্রচারণায় নেমে পড়েছেন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা।

নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মদ বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের পরে ২ জন মেয়র প্রার্থী, ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৬৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করা কাউন্সিলর প্রার্থীরা হলেন ২নং ওয়ার্ডের আকবর হোসেন, ৩নং ওয়ার্ডের হানিফ মাহমুদ, কামাল উদ্দিন ও সেতু দাশ, ৫নং ওয়ার্ডের বিজয় ভট্টাচার্য, ৮নং ওয়ার্ডের শওকত হোসেন ও মো. সোহেল রানা এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ৪, ৫ ও ৬নং ওয়ার্ড থেকে শামীমা আক্তার।

অপরদিকে নির্ধারিত সময়ের পরে সাধারণ কাউন্সিলর পদে ৫নং ওয়ার্ডের প্রার্থী জয়নাল আবেদীন বাবুল এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের প্রার্থী আলেয়া বেগম নির্বাচন থেকে সরে দাঁড়ান।