ডিসেম্বরে বিএনপি পাকিস্তানীদের মতো আত্মসমর্পন করবেঃ তথ্যমন্ত্রী

ডিসেম্বরে বিএনপি পাকিস্তানীদের মতো আত্মসমর্পন করবেঃ তথ্যমন্ত্রী
ডিসেম্বরে বিএনপি পাকিস্তানীদের মতো আত্মসমর্পন করবেঃ তথ্যমন্ত্রী

পোস্টকার্ড ডেস্ক ।।

বিএনপি আগামী ১০ ডিসেম্বর আত্মসমর্পন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। 

রবিবার (৪ ডিসেম্বর) নগরীর পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি বলেন, ১৯৭১ সালে ঠিক যেভাবে  পাকিস্তানিরা বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছিল  সেভাবেই বিএনপি ১০ ডিসেম্বর আত্মসমর্পণ করবে। ৭১ সালে পাকিস্তানিরা বাংলাদেশের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে পরাজিত হয়েছে। বিএনপি পাকিস্তানের দোসর৷ তাই সোহরাওয়ার্দী উদ্যান তাদের পছন্দ নয়। তারা নয়া পল্টনে সমাবেশের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা এখন হুমকি দেয় ১০ ডিসেম্বর নাকি ঢাকা দখল করবে। ১০ ডিসেম্বর ঢাকা দখল নয় তারা আত্মসমর্পণ করবে বাংলাদেশের জনগণের কাছে। 

তথ্যমন্ত্রী আরও বলেন, আজকে পুরো চট্টগ্রাম শহর সমুদ্রের ঢেউয়ের মতো জনসমুদ্রে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ জনসভায় প্রবেশ করতে পারেনি। মানুষের রঙে রংধনুর রঙছটা ছড়িয়ে গেছে চট্টগ্রামে। এককথায় আজ চট্টগ্রামে মানুষের ঢেউ জেগেছে। 

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ভারত, নেপাল ও পাকিস্তানে টানেল নেই। দক্ষিণ এশিয়ার প্রথম টানেল কর্ণফুলী টানেল প্রধামন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রামে মেট্রোরেল হবে। পাতাল দিয়ে রেল চলবে। কক্সবাজারের কুতুবদিয়ায় গভীর সমুদ্র বন্দর হচ্ছে। চট্টগ্রাম বন্দরে পাশে বেটার্মিনাল হয়েছে। যা বাণিজ্যের দুয়ার খুলে দিয়েছে। সীতাকুণ্ড ও মিরসরাইয়ে ৩০ হাজার একর ভূমিতে বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল হওয়ার মধ্য দিয়ে সেখানে আরেক চট্টগ্রাম হচ্ছে। গত ১৪ বছরে চট্টগ্রাম লক্ষ কোটি টাকার উন্নয়ন হয়েছে। সামনের বছরগুলোগে আরও উন্নয়ন হবে। শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে চট্টগ্রাম বদলে গেছে। তার উন্নয়নের বদৌলতে এখন আর কুড়েঘর খুঁজে পাওয়া যায় না, ছেড়া কাপড় পড়া লোক পাওয়া যায় না। 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় জনসভায় ইতিপূর্বে বক্তব্য রেখেছেন,  ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, পটিয়ার সংসদ সদস্য সামশুল ইসলাম, রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, সাতকানিয়া-লোহাগড়ার সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম, মোছলেম উদ্দিন, সন্ধীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক। 

এ সময় জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনা। আরও উপস্থিত ছিলেন , আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রমুখ ।

খালেদ / পোস্টকার্ড ;