সীতাকুণ্ডে নারী ইউপি সদস্যকে হত্যার হুমকি!

সীতাকুণ্ডে নারী ইউপি সদস্যকে হত্যার হুমকি!
সীতাকুণ্ডে নারী ইউপি সদস্যকে হত্যার হুমকি!

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯  ওয়ার্ডের নারী ইউপি সদস্য রিজিয়া সুলতানা ( ৪২)কে হত্যর হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় রিজিয়া সুলতানা গত বৃহস্পতিবার সীতাকুণ্ড থানায় স্বামী-স্ত্রী দুজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- একই এলাকার হারুন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ই সেপ্টেম্বর ওই এলাকার হারুন তার বৃদ্ধা মাকে নির্যাতন করেন। পরে তার মা সালেহা মুরাদপুর ইউনিয়ন পরিষদে হারুনের বিরুদ্ধে অভিযোগ করেন।

পরবর্তীতে মুরাদপুর ইউপি চেয়ারম্যান নারী ইউপি সদস্য রিজিয়াকে বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে দিতে বলেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য ইউপি সদস্যদের উপস্থিতিতে সালিশ বৈঠকে বিবাদ নিষ্পত্তির চেষ্টা করেন। কিন্তু ওই বৈঠকে বিবাদীগণ দোষী প্রমাণিত হওয়ায় তারা ইউপি সদস্য রিজিয়ার ওপর ক্ষিপ্ত হন।  একপর্যায়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে পরিষদের সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন রিজিয়াকে।

তাৎক্ষণিক চেয়ারম্যান রেজাউল করিম বাহার হস্তক্ষেপ করলে অভিযুক্ত হারুণ ও তার স্ত্রী ক্ষমাপ্রার্থনা করেন এবং ভবিষ্যতে খারাপ কোন আচরণ করবে না বলে কাগজে স্বাক্ষর করেন। কিন্তু গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মুরাদপুরের  সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় এলাকায় বিবাদীগণ মেম্বার রিজিয়াকে দেখে পুনরায় অশ্লীল ভাষায় গালাগালি করে মারমুখী আচরণ করেন এবং এ বিষয়ে আইনের আশ্রয় নেয়ার চেষ্টা করলে তারা মেম্বারকে মেরে ফেলার হুমকি দেয়। 

বিষয়টি জানতে অভিযুক্ত হারুনকে ফোন দিলে তিনি বলেন, এগুলো  সম্পূর্ণ মিথ্যা। ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর জন্য এসব বলছে। তাছাড়া আমি আমার মাকে কোন নির্যাতন করিনি। 

সীতাকুণ্ড থানার এসআই মোঃ  নাছরুল্লাহ বলেন, দুই পক্ষের করা  অভিযোগ তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খালেদ / পোস্টকার্ড