ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের যানজট নিরসনে সীতাকুণ্ডে সভা ও অভিযান

ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের যানজট নিরসনে সীতাকুণ্ডে সভা ও অভিযান
ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের যানজট নিরসনে সীতাকুণ্ডে সভা ও অভিযান

কাইয়ুম চৌধুরী, সীতাকুন্ড।।

চট্রগ্রাম - ঢাকা সহ সারাদেশের সংযোগ মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদে  নাজিম উদ্দীন চেয়ারম্যানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ্ আল বাকের ভুঁইয়া। 

উক্ত সভায় বক্তব্য রাখেন, বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুচ।

এ সময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতৃবৃন্দ সহ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ও বাস মালিকসহ প্রমুখ নেতৃবৃন্দ ।

সবায় বক্তারা বলেন, ঢাকা চট্রগ্রাম মহাসড়ক হলো দেশের প্রান, এখানে এক ঘন্টা যানযটে দেশের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাছাড়া যাত্রী, মুমুর্ষ  রোগী, জরুরী পরিবহন হয়ে থাকে এই মহাসড়ক দিয়ে। তাই আমাদের দায়িত্ব হল এই মহাসড়ক কে সবসময় যানযট মুক্ত রাখা।

খালেদ / পোস্টকার্ড ;