সীতাকুণ্ডে টিসিবির পণ্য বিতরণ রােববার থেকে, পাবে ১৮ হাজার পরিবার

সীতাকুণ্ডে টিসিবির পণ্য বিতরণ রােববার থেকে, পাবে ১৮ হাজার পরিবার
সীতাকুণ্ডে টিসিবির পণ্য বিতরণ রােববার থেকে, পাবে ১৮ হাজার পরিবার

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডে স্বল্প আয়ের ১৮,৪৭০টি কার্ডধারী পরিবার পবিত্র রমজান উপলক্ষে ২ বার টিসিবি পণ্য পাবে । আগামী রােববার থেকে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৩৬টি নির্দিষ্ট স্থানে ভিন্ন ভিন্ন সময়ে বিক্রি করা হবে এসব পণ্য।

 

এর সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাে. শাহাদাত হােসেন বলেন, আগামী রােববার থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে। প্রথম দিনেই সীতাকুণ্ড পৌরসভা, সৈয়দপুর ও বারৈয়ারঢালা ইউনিয়নের নয়টি স্থানে দিনব্যাপী চলবে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। প্রথম দিনেই পৌরসভা ও দুটি ইউনিয়নের এক হাজার ৫০০ জন কার্ডধারী পরিবার সাশ্রয়ী মূল্যে (কম দামে) পণ্য কিনতে পারবে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের টিসিবি কার্ডধারী পরিবার নির্দিষ্ট স্থান থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবে।

ইউএনও আরও জানান, প্রথম দিনেই কার্ডধারী পরিবার লিটার প্রতি ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৫৫ টাকা করে ২ কেজি চিনি ও প্রতি কেজি ৬৫ টাকা করে ২ কেজি মসুরের ডাল কিনতে পারবে। এ ছাড়া রমজান শুরুর পর এসব পণ্যের পাশাপাশি স্বল্পমূল্যে কিনতে পারবেন ২ কেজি ছােলা ও পেঁয়াজ।

খালেদ / পোস্টকার্ড ;