বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো সীতাকুণ্ডে ভূমিসেবা সপ্তাহ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো সীতাকুণ্ডে ভূমিসেবা সপ্তাহ
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো সীতাকুণ্ডে ভূমিসেবা সপ্তাহ

পোস্টকার্ড ডেস্ক।। 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে সীতাকুণ্ডে ভূমি সপ্তাহ ২০২৪। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে  ভূমি সেবা সপ্তাহ-২০২৪" সমাপনি উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আরিফুল আলম রাজু, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম,  সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  কাজী গোলাম মহিউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর তাহমিনা আরজু প্রমুখ। 

আলোচনা সভা শেষে "ভূমি সেবা সপ্তাহ-২০২৪"উপলক্ষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে 'স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক" প্রসারে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত সেমিনার ও  কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।এসময় বিজয় চারজন শিক্ষার্থীর  হাতে  পুরুস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও "ভূমি সেবা সপ্তাহ-২০২৪" কে সফল করায় বিশেষ অবদান রাখায় "ইউনিয়ন ভূমি অফিস,ভাটিয়ারীকে" বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

উল্লেখ্য যে, সারাদেশের ন্যায় সীতাকুণ্ডে গত শনিবার (  ৮ জুন) থেকে ভূমি সেবা সপ্তাহ -২৪ উপলক্ষে সপ্তাহজুড়ে ওয়ান স্টপ ভূমিসেবা প্রদানের জন্য উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বুথ স্থাপন করা হয়েছিলো । এই বিশেষ সুবিধায় সেবাগ্রহীতা ভূমিসেবা বুথ হতে অনলাইন নামজারি আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডিসিআর কাটা, দাখিলা প্রদান সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এতে সেবা গ্রহীতাদের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো। তবে এই সেবা বছরজুড়ে অব্যাহত থাকবে বলে জানান সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। 

তিনি অনুষ্টানের সার্বিক সফলতায় সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ জানান।

খালেদ / পোস্টকার্ড ;