দেশে ফিরলেন এভারেস্ট জয়ী বাবর আলী

দেশে ফিরলেন এভারেস্ট জয়ী বাবর আলী
দেশে ফিরলেন এভারেস্ট জয়ী বাবর আলী

পোস্টকার্ড ডেস্ক।। 

দেশে ফিরেছেন এভারেস্ট জয় করা চট্টগ্রামের বাবর আলী। প্রায় ১১ বছর পর তার মধ্য দিয়েই ষষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন তিনি। এভারেস্ট ও লোৎসে জয় করা একমাত্র বাংলাদেশীর খাতায় নাম লেখালেন বাবর।

মংগলবার (২৮ মে) রাত ৯ টায় চট্টগ্রাম শাহআমানত বিমানবন্দরের পৌঁছান তিনি ।

এ সময় বাবর আলীকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান সাধারণ মানুষ। তাছাড়া বাবর আলীর মা-বাবাও এসেছিলেন বিমানবন্দরে।

বাবর আলী উপস্থিত সাংবাদিকদের বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে সুস্থ শরীরে দেশে ফিরেছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি দেশের হয়ে এই অর্জন করতে পেরে আমি অনেক খুশি।

বাবর আলী চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন । পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক। ট্রেকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় এখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সাধারণত বেশ কয়েকদিন সময় লাগে।

প্রসঙ্গত, এমবিবিএস পাস করা বাবর চট্টগ্রাম মেডিকেল কলেজের চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরা শুরু করেন তিনি। সাইক্লিংয়েও বাবর বেশ পারদর্শী ।

খালেদ / পোস্টকার্ড ;