জনপ্রতিনিধিরা একসাথে কাজ করলে এলাকার উন্নয়ন খুব দ্রুত হয়: আল মামুন

জনপ্রতিনিধিরা একসাথে কাজ করলে এলাকার উন্নয়ন খুব দ্রুত হয়: আল মামুন
জনপ্রতিনিধিরা একসাথে কাজ করলে এলাকার উন্নয়ন খুব দ্রুত হয়: আল মামুন

পোস্টকার্ড ডেস্ক।। 

সাংসদ এস এম আল মামুন বলেছেন, জনগণের মনোনীত জনপ্রতিনিধিরা একসাথে কাজ করলে এলাকার উন্নয়ন খুব দ্রুতগতিতে হয়। তিনি বলেন, সর্বত্র ক্ষেত্রে উন্নয়ন হলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ভিশন ২০৪১ স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সীতাকুন্ড উপজেলা মডেল হিসেবে আখ্যায়িত হবে । 

গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত মাসিক আইনশৃঙ্খলা মিটিং, সমন্বয় সভা ও নবাগত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।

তিনি আরো বলেন, উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যেতে আমরা সংশ্লিষ্টদের সহযোগিতা কাম্য।

উপজেলা ৭ নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু। 

এ সময় তিনি বলেন, আমার পিতা এই সীতাকুন্ডে আপনাদের সাথে থেকে সুনামের সহিত রাজনীতি করে গেছেন। দুই দুইবার উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন। জনগণের ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আজকের এই দিনের জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সীতাকুন্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিন, সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, নবাগত উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ কাজী গোলাম মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনূর আক্তার বিউটি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেও মধ্যে এইচ.এম তাজুল ইসলাম নিজামি, রেজাউল করিম বাহার, ছাদাকাত উল্ল্যাহ মিয়াজি, মোঃ মনির আহমেদ, নাজিম উদ্দিন ও সলিমপুর সালাউদ্দিন আজিজ। এছাড়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খালেদ /পোস্টকার্ড ;