সাপের কামড়ে সীতাকুণ্ডে অন্তঃস্বত্তা গৃহবধূর মৃত্যু

সাপের কামড়ে সীতাকুণ্ডে অন্তঃস্বত্তা গৃহবধূর মৃত্যু
সাপের কামড়ে সীতাকুণ্ডে অন্তঃস্বত্তা গৃহবধূর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

বিষাক্ত সাপের কামড়ে সীতাকুণ্ডে সাইমা করিম লিমা (২৪) নামের সাত মাসের অন্তঃস্বত্তা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যায় সাপে কামড় দিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

তিনি মুরাদপুর ইউনিয়নের বসরত নগর গ্রামের মুনসুর আলী মিয়াজী বাড়ির রাজ্জাক আলী সুজনের স্ত্রী ও সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম বাকখালীর দোয়াজী পাড়ার করিম উল্লাহর মেয়ে।

নিহত গৃহবধূর শ্বশুর আবুল বসর জানান, এক বছর আগে সাইমা করিম লিমাকে বিয়ে করেন তার ছেলে রাজ্জাক। পুত্রবধূ সাত মাসের সন্তান সম্ভবা ছিলেন। ডেলিভারির আগে আর যেতে পারবেনা সেজন্য কয়েকদিন আগে সে বাবার বাড়ি বেড়াতে যায়। গতকাল মঙ্গলবার মাগরিবের নামাজ পড়ার জন্য পুকুর থেকে অজু করে ঘরে আসে সাইমা। এ সময় ঘরের পার্শ্ববর্তী একটি গাছ থেকে ছোট আকৃতির একটি সাপ জানালা দিয়ে লাফিয়ে তার গায়ে পড়ে। পড়ার সাথে সাথে সাপটি তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে রাত ১০টা বেজে যায়। যাওয়ার পথে অনেক চেষ্টা করেও সে কোন কথা বলতে পারছিল না। পেটের বাচ্চাকে ইশারায় দেখাচ্ছিলেন বারবার।

আবুল বসর বলেন, আমাদের ঘরে নতুন অতিথি আসবে, আমরা নাতি/নাতিন পাব। অনেক বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা ছিল-কত আশা। অনাগত সন্তানের আকিকার জন্য আমরা ছাগল পর্যন্ত কিনে রেখেছি। সব শেষ হয়ে গেল। হঠাৎ স্ত্রী ও অনাগত সন্তানকে হারানোর এত বড় আঘাত পেয়ে আমার ছেলেও এখন পাগলপ্রায় ।

খালেদ / পোস্টকার্ড ;