ডাকাতির প্রস্তুতিকালে ফেনী থেকে সীতাকুণ্ডের ৫ ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে ফেনী থেকে সীতাকুণ্ডের ৫ ডাকাত গ্রেফতার
ডাকাতির প্রস্তুতিকালে ফেনী থেকে সীতাকুণ্ডের ৫ ডাকাত গ্রেফতার

সীতাকুন্ড প্রতিনিধি ।।

ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ঘোপাল তদন্ত কেন্দ্র পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-শস্ত্র এবং একটি প্রবক্স গাড়িসহ ০৫ জন ডাকাত গ্রেফতার করেছে। তাদের সবার বাড়ী সীতাকুন্ড থানার বাড়বকুন্ড নতুনপাড়া গ্রামে বলে জানা গেছে ।

ছাগলনাইয়া থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) কাজী মোঃ রফিক আহমেদ এর দিক নির্দেশনায় ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মকবুল হোসেন এর সহযোগীতায় এসআই (নিঃ) মোঃ এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই দিবাগত রাত ০৩.১৫ ঘটিকার সময় ছাগলনাইয়া থানাধীন ১০নং ঘোপাল ইউপিস্থ নিজকুঞ্জরা সাকিনের আলোকদিয়া হইতে সমিতি বাজার পাকা সড়কের উপর দাগনভুঞা বাড়ীর সামনে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ১। আরমান হোসেন রকি(২৪), পিতা- রবিউল হোসেন, মাতা- রহিমা বেগম, গ্রাম- নতুনপাড়া (৭নং ওয়ার্ড), বাড়বকুন্ড, ২। মোঃ রবিউল হোসেন প্রকাশ ইমন সাহা(২৮), পিতা- স্বপন সাহা, মাতা- মুক্তা সাহা, গ্রাম- চৌধুরীপাড়া (৮ নং ওয়ার্ড), ৩। তারেক হোসেন(২২), পিতা-আবুল হোসেন, মাতা- মৃত নুর নাহার, গ্রাম- নতুনপাড়া (৭ নং ওয়ার্ড), ৪। আবদুর রহিম(২৪), পিতা- মোঃ মীর খান, মাতা-সুরমা আক্তার, গ্রাম- বগাচতর (২নং ওয়ার্ড), সৈয়দপুর ইউনিয়ন, ৫।আরিফ হোসেন জনি(২০), পিতা- জহির আলম, মাতা- রেহেনা আক্তার, গ্রাম- নতুনপাড়া ( ৭ নং ওয়ার্ড), সর্ব থানা সীতাকুন্ড, জেলা- চট্টগ্রামদেরকে একটি লোহার তৈরী ছোরা, তিনটি লোহার তৈরী ছুরি, একটি স্লাইল রেঞ্জ, একটি সাদা রংয়ের পুরাতন প্রবক্স গাড়ীসহ গ্রেফতার করেন।

এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে পৃথক অস্ত্র আইন এবং ডাকাতির প্রস্তুতি আইনে মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতের সোর্পদ করা হয়। পরবর্তীতে তাদের কে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান।

খালেদ/পোস্টকার্ড;