সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাঙচুর-বিস্ফোরণ, ২০০ জনকে আসামী করে ৬ মামলা

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাঙচুর-বিস্ফোরণ, ২০০ জনকে আসামী করে ৬ মামলা
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাঙচুর-বিস্ফোরণ, ২০০ জনকে আসামী করে ৬ মামলা

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে অবৈধ বসতির উচ্ছেদের প্রতিবাদে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৬টি পৃথক মামলায় ২০০ জনকে আসামি করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে সীতাকুণ্ড থানায় এসব মামলা করা হয়। এদিন সকাল থেকে বিদ্যুৎ-পানি সচলের দাবিতে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অবরোধ করেন জঙ্গল সলিমপুরের বাসিন্দারা।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও বায়েজিদ সংযোগ সড়কে ৬ ঘণ্টা অবরোধ করে দুর্ভোগ সৃষ্টি, গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ায় ৬টি মামলা হয়েছে। এতে ৪৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৪০-৫০ জনকে আসামি করা হয়। এ ঘটনায়  সীতাকুণ্ডের আলীনগরের শামছুল হকের ছেলে মো. ফারুকের নেতৃত্বে আনোয়ার , কাউছার , নুর ইসলাম, মোখলেস, আবুল হোসেনসহ আরো ১৪০-১৫০ জন দুস্কৃতিকারী ইন্ধন দেয়। তারা সন্ত্রাসীদের মাধ্যমে আন্দোলনকে সহিংসতার রূপ দেওয়ার চেষ্টা করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের শুরু থেকেই ইয়াছিন বাহিনী অধিকার আদায়ের নামে সন্ত্রাসীদের নামিয়ে দেয়। আমরা আলোচনা করে সমাধানের চেষ্টা করলে তারা উল্টো আমাদের ওপর চড়াও হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস, ফাঁকাগুলি নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

খালেদ /পোস্টকার্ড ;