সীতাকুণ্ডে বায়োফ্লক প্রশিক্ষণ উদ্বোধন

সীতাকুণ্ডে বায়োফ্লক প্রশিক্ষণ উদ্বোধন
সীতাকুণ্ডে বায়োফ্লক প্রশিক্ষণ উদ্বোধন

পোস্টকার্ড প্রতবেদক ।। 

বায়ো শব্দটি গ্রীক বায়োস থেকে এসেছে, যার অর্থ জীবন। আর ফ্লক মানে আলতোভাবে লেগে থাকা কনার সমষ্টি। বায়োফ্লক পদ্ধতিতে জৈব বর্জ্যের পুষ্টি থেকে পুন ব্যবহার যোগ্য খাবার তৈরি করা হয়। তাই স্বাভাবিক ভাবেই বায়োফ্লক প্রযুক্তি মাছ চাষের একটি টেকসই এবং পরিবেশগত ভাবে বন্ধুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে চৌবাচ্চার পানিতে ব্যাকটেরিয়া, অণুজীব ও শৈবালের সমম্বয়ে পাতলা একটি আস্তরণ তৈরি হয়। যা পানিকে ফিল্টার করে। পানি থেকে নাইট্রোজেন জাতীয় ক্ষতিকর উপাদানগুলি শোষণ করে নেয় এবং এর প্রোটিন সমৃদ্ধ যে উপাদান গুলো থাকে সেগুলো মাছ খাবার হিসেবে গ্রহণ করতে পারে।

সীতাকুণ্ডে সপ্তাহব্যাপী বায়োফ্লক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় পেশকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলম।

সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও  সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা মণীষার  সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী ক্লাসে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। মণীষার প্রধান নির্বাহী আজমল হোসেন হিরুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ছৈয়দুল হক, আব্দুল হালিম, ইসমাইল খান, দেশ রুপান্তর পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুল ইসলাম রুবেল, প্রশিক্ষণ প্রশিক্ষণ তরুণ উদ্যোক্তা দিবাকর রোমি।

উদ্বোধনী ক্লাসে সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এম কে মনির এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিডিএফ এর প্রধান নির্বাহী ইলিয়াস ভূঁইয়্যা, যুব প্রতিনিধি ফারহান সিদ্দিক নাঈম, মানবিক নড়ালিয়া সংগঠনের সভাপতি প্রকৌশলী আবু জাফর।

এসময় বক্তারা বলেন, বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ একটি বৈজ্ঞানিক পদ্ধতি। যুবরা প্রশিক্ষণের মাধ্যমে এ পদ্ধতিকে সাফল্যের দ্বার হিসেবে কাজে লাগাতে পারে। এসময় বক্তারা আরো বলেন যুবদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। যত বেশি প্রশিক্ষণ তত বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রশিক্ষণে মণীষার ডিরেক্টর নুরুল আক্তার বাপ্পি, পেশকার পাড়া যুব সংগঠন এর সহ সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম তুহিন, মণীষার নির্বাহী সদস্য মাসুদ, সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সহ সভাপতি জয়নাল আবেদীন, বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ আল হোসাইন আয়াস,সংগঠক রবিউলসহ অর্ধশতাধিক শিক্ষিত যুব ও যুবা অংশ নেন।