সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে

সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে

পোস্টকার্ড ডেস্ক।।

প্রাণঘাতী করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের অষ্টম বাজেট অধিবেশন। আজ বুধবার (১০ জুন) বিকাল ৫টায় বসছে এ অধিবেশন। এটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয়বারের দ্বিতীয় বাজেট অধিবেশন। ইতিহাসের সবচেয়ে ছোট পরিসরের এই বাজেট অধিবেশন শেষ হবে মাত্র ১২ কার্যদিবসে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এরইমধ্যে অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় নেয়া হয়েছে দ্বিগুন নিরাপত্তা ব্যবস্থা। সংসদে কর্মরতদের কোভিড-১৯ পরীক্ষা করে এবার দায়িত্ব বন্টন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর করোনামুক্ত সদস্যদেরই এখানে দায়িত্ব দেয়া হচ্ছে। শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। এবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বও থাকছে না। সংসদ ভবনে দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সংসদ নেতার আসনের আশপাশের কয়েকটি আসন ফাঁকা রাখার ব্যবস্থা করা হতে পারে।

সূত্র আরো জানায়, এবারের বাজেট অধিবেশন ১২ কার্যদিবস চলতে পারে। এবিষয়ে এরইমধ্যে একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে সংসদের আইন শাখা-১। ক্যালেন্ডার অনুযায়ী এই অধিবেশন ১০ জুন সংসদের অধিবেশন শুরু হয়ে ৮ অথবা ৯ জুলাই পর্যন্ত চলতে পারে। অধিবেশন শুরু ও বাজেট পেসের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক বসবে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

আজ অধিবেশন শুরুর পর অধ্যাদেশ উত্থাপন করা হবে। পরে ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের পর বৈঠক মুলতবি করা হবে। আগামীকাল বেলা তিনটায় অধিবেশন বসবে। এরপর উত্থাপন হবে বাজেট ও অর্থ বিল। ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সংসদের বৈঠক মুলতবি রাখা হবে। ১৪ জুন (রোববার) সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে। এদিন থেকে প্রতিটি কার্যদিবস সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। ১৫ জুন (সোমবার) সম্পূরক বাজেটের ওপর আলোচনা, নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাস হবে। ১৬ জুন (মঙ্গলবার) ও ১৭ জুন (বুধবার) মূল বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ১৮ জুন (বৃহস্পতিবার) থেকে ২১ জুন (রোববার) অধিবেশন মুলতবি থাকবে। ২২ জুন (সোমবার), ২৩ জুন (মঙ্গলবার) ও ২৪ জুন (বুধবার) বাজেটের ওপর আলোচনা হবে। ২৫ জুন (বৃহস্পতিবার) থেকে ২৮ জুন (রোববার) অধিবেশন মুলতবি থাকবে। ২৯ জুন (সোমবার) বাজেটের ওপর সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস হবে। ৩০ জুন (মঙ্গলবার) মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে। ৮ জুলাই (বুধবার) অথবা ৯ জুলাই (বৃহস্পতিবার) সমাপ্তি টানা হবে এই অধিবেশনের।