সাংবাদিক খোকন পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন , বিভিন্ন মহলের শোক

সাংবাদিক খোকনের পরিবারের পাশে সময়ের আলো কর্তৃপক্ষ

সাংবাদিক খোকন পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন , বিভিন্ন মহলের শোক

পোস্টকার্ড ডেস্ক ।।

দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাপিতলা গ্রামের ঈদগাসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক খোকন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

এদিকে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনের পরিবারের পাশে দাঁড়িয়েছে তার প্রিয় কর্মস্থল দৈনিক সময়ের আলো পরিবার।  সঙ্কটময় এই মুহুর্তে পরিবারের দেখাশোনাসহ অর্থনৈতিক দায়িত্ব নিয়েছে কর্তৃপক্ষ৷

সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাংবাদিক হুমায়ুন কবির খোকন মৃত্যুর আগ পর্যন্ত সময়ের আলোর সঙ্গে ছিলেন। তিনি প্রতিষ্ঠানের একজন নিবেদিতপ্রাণ ছিলেন। তার অসুস্থ হওয়ার পর থেকে মৃত্যু এবং দাফন পর্যন্ত সবকিছু আমরা আন্তরিকভাবে তত্ত্বাবধান করেছি। আমাদের এই সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশেও দাঁড়িয়েছি৷

তিনি আরও বলেন, সময়ের আলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশে আমরা সাংবাদিক মরহুম হুমায়ুন কবির খোকনের পরিবারের যাবতীয় দায়িত্ব গ্রহণ করছি। যদিও তার চলে যাওয়ার এই শোক কোনোভাবেই পূরণ হবার নয়, তবুও শোকাহত পরিবারকে যাতে কোনো প্রকার সমস্যায় না পড়তে হয়, সেজন্য আমাদের আন্তরিকতার কমতি নেই।

পত্রিকাটির প্রকাশক আরো বলেন, হুমায়ুন কবির খোকনের স্ত্রী অথবা সন্তানদের কেউ চাকরি উপযুক্ত থাকলে যোগ্যতা অনুযায়ী সময়ের আলো’তে তাদেরকে চাকুরির ব্যবস্থা করা হবে৷

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে সাংবাদিক খোকনের মরদেহ নিজ গ্রামে নিয়ে আসা হয়। সীমিত পরিসরে জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সময়ের আলোর প্রকাশক গাজী আহমদ উল্লাহ বলেন, মরদেহের সঙ্গে সাংবাদিক খোকনের মা ছিলেন। অন্যান্য আত্মীয়রাও ছিলেন। মায়ের ইচ্ছাতেই তাকে নিজ গ্রামে দাফন করা হয়। আমরা সার্বক্ষণিক পুরো বিষয় তত্ত্বাবধান করেছি।

ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবীর খোকন এর আগে দৈনিক আমাদের সময়ের হেড অব নিউজ ছিলেন। তিনি মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পুলিশের মহা পরিদর্শক বেনজীর আহমেদ,  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।

তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন।