সলিমপুর ফকিরহাটে অনুষ্ঠিত প্রশ্নউত্তর মাহফিলে হাজার হাজার মানুষের ঢল

পোস্টকার্ড প্রতিবেদক ।।

সলিমপুর ফকিরহাটে অনুষ্ঠিত প্রশ্নউত্তর মাহফিলে হাজার হাজার মানুষের ঢল

সীতাকুন্ডের সলিমপুর ফকিরহাটের পশ্চিমপার্শ্বে ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে বুধবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হলো  প্রশ্নোত্তর মাহফিল ।

ঊক্ত প্রশ্ন উত্তর মাহফিলে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তোলে ।

চতুর্দশ শতাব্দীর মোজাদ্দেদ, পনেরশত কিতাবের প্রণেতা আলা হযরত ইমাম আহমদ রেযা খান (রহঃ)’র ১০১তম ওফাত বার্ষিকী উপলক্ষে ৯ অক্টোবর বুধবার বাদে মগরিব হতে সীতাকুণ্ড সলিমপুর ফকিরহাট পশ্চিমপাড়ায় প্রশ্নোত্তর মাহফিল অনুষ্ঠিত হয় ।

উক্ত মাহফিলে প্রায় ১৫০/২০০ প্রশ্নের উত্তর দেন ড.আল্লামা কামাল উদ্দিন আজহারী সাহেব ও আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী এবং উপস্থিত দেশ বরেণ্য ওলামা মাশায়েখগণ।

প্রশ্নোত্তর মাহফিলের সভাপতিত্ব করেন আল্লামা মুজিব উদ্দিন আলকাদেরী।

ইসলামের বিভিন্ন মাসায়ালা-মাসায়েল সম্পর্কে মাহফিলে বক্তব্য রাখছেন  বক্তারাা।  

উক্ত মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন,  হজরতুল আল্লামা আব্দুল আউয়াল আলকাদেরী ,হজরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলি সিদ্দিকী, হজরতুলহাজ্ব মাওলানা আবু কায়সার আলকাদেরী, হজরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন আলকাদেরী, হজরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ, হজরত মাওলানা ওলিউজ্জামান, হজরত মাওলানা মুহাম্মদ রোকন উদ্দীন ইরফান আলকাদেরী ।

তাছাড়া মাহফিলে আমন্ত্রিত ওলামা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  হজরতুলহাজ্ব আল্লামা ওবাইদুল মোস্তফা কদমরসুলী, হজরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ শফিউল আলম, হজরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী নেওয়াজ,হজরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল আলম আলকাদেরী, হজরত মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম ,হজরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ নসিম উদ্দীন, হজরতুলহাজ্ব মাওলানা আবু তাহের নিজামী, হজরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক আলকাদেরী, হজরত মাওলানা মুহাম্মদ সিরাজ- উদ- দৌলা, হজরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলিল , হজরত মাওলানা মুহাম্মদ সাদ্দাম হোসাইন আলকাদেরী , হজরত মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন হোসাইনী , হজরত মাওলানা মুহাম্মদ সাইফুল আলম , হজরত মাওলানা মুহাম্মদ কায়সার উল আলম, হজরত মাওলানা মুহাম্মদ গাউসুল ফারুক , হজরত মাওলানা মুহাম্মদ মাহামুদুলহাসান প্রমুখ ।

এসময় বক্তারা বলেন , “সময় পাই না” কিংবা “সময় পাচ্ছি না” কথাটা আমরা এখন খুব বেশী বলে এবং শুনে থাকি। সন্দেহ নাই, বিবিধ পাপ ও আলসেমির কারণে আমাদের সময়ের বারাকাহ অনেক কম। কিন্তু তারপরও একটা কথা মাথায় রাখা উচিত- সময় কখনই পাওয়া যায় না, সময় বের করে নিতে হয়। অনেক দ্বীনি ভাইও প্রায়ই বলে থাকেন-কীভাবে যে সময় চলে যাচ্ছে টেরই পাচ্ছেন না অথচ তারা অনেক ভাল ভাল কাজের নিয়্যাত করে থাকেন। তাই দৈনন্দিন জীবনের শত ব্যস্ততা ও কাজের মাঝে থেকেও কীভাবে আমরা সময় বের করে নিতে পারি তার জন্যই আমাদের আজকের মাহফিল । তবে মাহফিলে আসলে হবেনা, বই পড়লেও আর কোর্স করলেও কিছুতেই সফলতা হাতে আসবে না যদি আল্লাহর সাহায্য ও সন্তুষ্টি না থাকে। সবসময় মাথায় রাখতে হবে সময় ও কাজের বারাকাহ একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে সবার আগে মনোযোগ দেওয়া প্রয়োজন। আরেকটি শর্ত হল-তীব্র ইচ্ছাশক্তি নিয়ে শুরু করতে হবে। রুটিন মেনে চলে সময়কে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য ইচ্ছাশক্তির কোন বিকল্প নাই।

তাই সুন্নিয়তের নিয়ম মেনে আল্লাহ রাসুলের পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে । পাশাপাশি বাতেলদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে ।