যেন এক অন্যরকম ঈদ

যেন এক অন্যরকম ঈদ

নিজস্ব প্রতিবেদক।।

মরা এখন পার করছি কঠিন এক সময়। কোরানা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে হু হু করে। মৃত্যুর মিছিলও লম্বা হচ্ছে। অর্থনীতি থমকে আছে। সবমিলিয়ে নিরানন্দ সময়। এর মধ্যেই মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এবারের ঈদটি দেশবাসী উদযাপন করছে একদম সাদামাটা ভাবে। নেই কোনো খোশ মেজাজ। এমনকি ঈদের আগে জমজমাট ছিল না বিপণি বিতানও। 

এক মাস রোজা রাখার পর খুশির ঈদ এলেও মহামারি করোনাভাইরাসের কারণে তা নিরানন্দ হয়ে গেছে। ঈদের খুশির বদলে মানুষের মনে আতঙ্ক আর নানা দুশ্চিন্তা ভর করেছে।

আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে অন্য বার ঈদের নামাজ শেষে একজন আরেকজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার যে দৃশ্য দেখা যেত এবার তা দেখা যায়নি। চিরাচরিত রেওয়াজ ভেঙ্গে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদে। নামাজ শেষে এবার আর কাউকে কোলাকুলি বা হাত মেলাতে দেখা যায়নি। সবার মাঝেই আতঙ্ক। 

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সব নির্দেশনা মেনে সোমবার (২৫ মে) সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়।