সীতাকুন্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরণ

সীতাকুন্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরণ

সীতাকুন্ড প্রতিনিধি।।

সীতাকুন্ডের কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও মধ্যবিত্ত প্রায় ৭ হাজার পরিবারের মাঝখাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন। জানাগেছে গত কয়েকদিনে পৌরসভা, ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় নিজে দাড়িয়ে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন । বিভিন্ন স্থানে ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুনসহ এলাকার আরো অন্যান্য জনপ্রতিনিধিগন।

সীতাকুন্ডে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, লকডাউনের ফলে উপজেলার অনেক লোক বর্তমানে কর্মহীন হয়ে আর্থিক সংকটে পড়েছেন। তাদের খাবারের চাহিদা পূরণের জন্য সরকার ব্যাপক খাদ্য সহযোগিতা দিয়েছেন। তার সাথে উপজেলার স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানগুলোও খাদ্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসছেন। সামর্থ অনুযায়ী তারা শুকনো খাবারের প্যাকেট আমাদের হাতে তুলে দিচ্ছেন। আমরাও সেই সহযোগিতা নিজেরা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে তা বিতরণ অব্যহত রেখেছি।

সর্বশেষ বৃহস্পতিবার ও তার আগের দিন বুধবার এ দুই দিনে সীতাকুন্ড পৌরসভা ও সোনাইছড়ির পাহাড়ে বসবাসরত ২২০টি ত্রিপুরা আদিবাসী পরিবারকে এবং ১০০টি প্রতিবন্ধী পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরো জানান, মানবিক এই সহযোগিতা অব্যহত থাকবে।