সীতাকুণ্ডে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার, মাইক্রোবাস রেখে পালালো মাদক কারবারিরা 

সীতাকুণ্ডে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার, মাইক্রোবাস রেখে পালালো মাদক কারবারিরা 
সীতাকুণ্ডে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার, মাইক্রোবাস রেখে পালালো মাদক কারবারিরা 

পোস্টকার্ড ডেস্ক ।। 

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মাইক্রোবাস থেকে ৯৩টি বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। তবে মাদক কারবারিরা পুলিশ সদস্যদের আক্রমণ করে মাইক্রোবাসটি সড়কের পাশে ফেলে পালিয়ে যায় ৷ তাদেরকে গ্রেপ্তারে সীতাকুণ্ড থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

শুক্রবার ( ১৯ মে ) দিবাগত রাত সাড়ে বারোটায় সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকার বা নৌ জা ঈসা খান ঘাঁটির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

উদ্বার হওয়া মদের বোতলে সর্বমোট ৬৯ লিটার ৭৫০ মিলিলিটার মদ রয়েছে। যার বাজারমূল্য ৩ লক্ষ ৭২ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে থানায় আনা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সূত্রে তারা খবর পান, গতকাল রাতে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাইক্রোবাস যোগে বিপুল সংখ্যক বিদেশি মদ চট্টগ্রাম শহরের দিকে নিয়ে আসছে একটি চক্র। গাড়িটিকে আটক করতে রাত সাড়ে এগারোটা থেকে উপজেলার ভাটিয়ারী কদমরসুল এলাকায় মহাসড়কের উপর অপেক্ষা করতে থাকে পুলিশের একটি দল৷ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে মাইক্রোবাসটি কদমরসুল এলাকায় পৌঁছলে পুলিশ থামার সংকেত দেয়। এসময় মাইক্রোবাসটি (চট্টমেট্টো-চ-১১-৭৬১৫) পুলিশ সদস্যদের আক্রমণ করে দ্রুত গতিতে ছুটে চলে।

তাৎক্ষণিক পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করতে থাকে। পরে মাদামবিবিরহাট এলাকার বা নৌ জা ঈসা খান ঘাঁটির প্রধান ফটকের সামনে মহাসড়কের উপর মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায় চক্রের সদস্যরা। এসময় মাইক্রোবাসটি থেকে কয়েকটি স্লটে প্লাস্টিকের বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে দ্রুত সময়ে আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;