সীতাকুণ্ডের সলিমপুর ইউপি কার্যালয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুণ্ডের সলিমপুর ইউপি কার্যালয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
সীতাকুণ্ডের সলিমপুর ইউপি কার্যালয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

পোস্টকার্ড ডেস্ক ।।

মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগানের আলোকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষে ১২নং বিট পুলিশিং সভায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুলাই ২৩) সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে, ১২নং বিট পুলিশিং কার্যালয়ের সহযোগীতায় সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড–সন্দ্বীপ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম নায়হানুল বারী।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশের কর্মকর্তা। এতে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সকল ইউপি সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অতিথি সীতাকুণ্ড–সন্দ্বীপ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম নায়হানুল বারী বলেন, একটা দেশের উন্নয়নের পূর্বশর্ত আইন-শৃঙ্খলার উন্নয়ন। আইন-শৃঙ্খলার উন্নয়ন করতে গিয়ে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশ ও জনগণের জন্য। তাই সব সময় পুলিশের কাজে সহযোগীতা করা জন্য আহবান জানান এবং মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিভিন্ন ধরনের আলোচনা তুলে ধরেন।

তিনি বলেন, যেকোনো রকম অন্যায়ের বিরুদ্ধে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে।

এই সময় তিনি ইভটিজিং, মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং অপরাধীদের হয়তো অপরাধ ছাড়তে না হলে সীতাকুণ্ড ছাড়ার কঠোর হুঁশিয়ারি দেন তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;