সীতাকুণ্ডের বার আউলিয়ায় বেতনের দাবিতে সুতা কারখানার শ্রমিকদের বিক্ষোভ

সীতাকুণ্ডের বার আউলিয়ায় বেতনের দাবিতে সুতা কারখানার শ্রমিকদের বিক্ষোভ

সীতাকুণ্ড প্রতিনিধি।।

শতভাগ বেতনের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় বিক্ষোভ করেছেন মার্স টেক্সটাইল নামের একটি সুতা তৈরির কারখানার শ্রমিকরা। কাজে যোগ না দিয়ে রোববার (১০ মে) সকাল থেকে এক হাজারের বেশি শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ অংশ নেয়।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত লকডাউনের কারণে কারখানাটি গত এপ্রিল মাসে ২৩ দিন বন্ধ ছিল। ওই কারখানায় কর্মরত শ্রমিকদের এপ্রিল মাসের ৬০ শতাংশ বেতন দেওয়া হবে এমন খবরে শ্রমিকরা বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানা থেকে তারা যে বেতন পান তা দিয়ে তাদের সংসার চলে না। এরই মধ্যে আবার বেতনও কেটে নেওয়া হলে তারা কিভাবে সংসার চালাবেন।

বেশ কয়েকজন শ্রমিক বলেন, এ কারখানাতে বছরে বেতন বাড়ে ২০০ থেকে ৩০০ টাকা।বর্তমানে করোনার কারণে সব কারখানায় নিরাপাত্তা ব্যবস্থা বাড়ানো হলেও এখানে তারা ঝুঁকিতে কাজ করে যাচ্ছে।