করোনা চিকিৎসায় লায়ন্স জেলার প্রকল্পে ইম্পেরিয়াল সিটির অনুদান

করোনা চিকিৎসায় লায়ন্স জেলার প্রকল্পে ইম্পেরিয়াল সিটির অনুদান

পোস্টকার্ড ডেস্ক।।

লায়ন্স জেলার গৃহীত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট প্রকল্পে অনুদান দিয়েছেন লায়ন্স ক্লাব অব চিটগাং ইম্পেরিয়াল সিটি। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা গভর্নর লায়ন কামরুন মালেকের হাতে অনুদানের টাকা তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট (ইনকামিং) লায়ন আবদুল মতিন সরকার ও নেতৃবৃন্দ।

এ সময় জেলা গভর্নর বলেন, সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় বৃহৎ কিছু করা সম্ভব। প্রতিদিন করোনার বিস্তার বাড়ছে, মাুষ আক্রান্ত হচ্ছে, সে তুলনায় চিকিৎসার ব্যবস্থা নেই আমাদের দেশে। শুধুমাত্র সরকারের একক প্রচেষ্টায় কিছু হবে না। তাই লায়ন্স ক্লাব সবসময় মানবতার ডাকে সাড়া দিয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়। লায়ন্স ক্লাবের মাধ্যমে যদি কিছু মানুষের উপকারেও লাগা যায় তবে সেটাই প্রাপ্তি। তিনি ইম্পেরিয়াল সিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, লায়ন্স জেলার জিএসটি লিডার লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়ার্টার লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন কাশেম শাহ, সেক্রেটারি (ইনকামিং) লায়ন মোহাম্মদ মহিউদ্দিন, ট্রেজারার (ইনকামিং) লায়ন তারেকুল আলম, লায়ন মোহাম্মদ আবু রায়হান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।