চট্টগ্রামে রবিবার মোট করোনা আক্রান্ত ৪৯

চট্টগ্রামে রবিবার মোট করোনা আক্রান্ত ৪৯

নিজস্ব প্রতিবেদক ।।

ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অভ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে (সিভাসু) রবিবার (১০ মে) মোট ৩১৪ নমুনা পরীক্ষায় ৭৫ জন করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামের ৪৯ জন।

বিআইটিআইডির নমুনায় চট্টগ্রাম জেলায় করোনা পজিটিভ ১৪।

এর মধ্যে মহানগরীতে ১০ জন। এই ১০ করোনা শনাক্তের মধ্যে আগ্রাবাদে(হাজীপাড়া) ১, হালিশহরে ২, নাসিরাবাদে(মেয়রগলি) ১, সরাইপাড়ায় ১, একে খান এলাকায় ১, উত্তর কাট্টলিতে ১, মুন্সীপাড়ায় ১, কর্নেলহাটে ১, ফিল্ড হাসপাতালে ১।

নগরীর বাইরে সীতাকুণ্ড উপজেলায়(ভাটিয়ারী) ১, চন্দনাইশে(দোহাজারী) ১, মীরসরাইয়ে (অলিনগর) ১ ও হাটহাজারীতে (ডাকবাংলো রোড) ১।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে (সিভাসু) নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় নতুন করে আরও ৩৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

চট্টগ্রামে আক্রান্ত ৩৫ জনের মধ্যে ১৪ জন লোহাগাড়া উপজেলায়, ১০ জন রাঙ্গুনিয়া উপজেলায় এবং ৭ জন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তাছাড়া রাউজান, বাঁশখালী উপজেলায় আরও ২ জন শনাক্ত হয়েছে। এছাড়া তালিকায় নাম থাকা আরও ২ জন চট্টগ্রামের বিআইটিআইডিতে চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, “সিভাসুতে গতকাল ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম জেলায় ৩৫ জন এবং অন্যান্য জেলায় ১৮ জন। অন্য জেলার ১৮ আক্রান্তের মধ্যে রয়েছেন ফেনী জেলায় ৭, লক্ষীপুর জেলায় ৩ এবং নোয়াখালী জেলায় ৮।