সীতাকুণ্ডে ১১ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশ পালালো সমিতির সভাপতি, বিক্ষুব্ধ গ্রাহকদের রোষানলে সমবায় কর্মকর্তা

সীতাকুণ্ডে ১১ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশ পালালো সমিতির সভাপতি, বিক্ষুব্ধ গ্রাহকদের রোষানলে সমবায় কর্মকর্তা
সীতাকুণ্ডে ১১ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশ পালালো সমিতির সভাপতি, বিক্ষুব্ধ গ্রাহকদের রোষানলে সমবায় কর্মকর্তা

বিশেষ প্রতিবেদক।।

সীতাকুণ্ডে আল আমানত সমবায় সমিতির তিন হাজারের অধিক গ্রাহকের প্রায় ১১ কোটি টাকা আত্মসাৎ এরপর বিদেশে পালিয়েছেন সমিতির সভাপতি মোশারফ হোসেন।

এ ঘটনার পর একাধিকবার ধর্না দিয়েও নিজেদের সঞ্চিত টাকা ফেরত পাননি গ্রাহকরা। এতে বিক্ষুব্ধ গ্রাহকরা বুধবার বিকেলে উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। অবরুদ্ধের প্রায় তিন ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদের মধ্যস্থতায় মুক্তি পান সমবায় কর্মকর্তা শহিদুল্লাহ। পরে বিক্ষুব্ধ গ্রাহকদের নিয়ে উপজেলা হল রুমে সমঝোতায় বসেন তারা। দীর্ঘ আলোচনার পর সমিতির সভাপতির দুই ব্যাংকের নিজস্ব একাউন্টে থাকা ১ কোটি ৩৩ লাখ টাকা তুলে গ্রাহকদের মাঝে বন্টন করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধ গ্রাহকরা ঘটনাস্থল থেকে চলে যান।

জানা যায়, ২০০৫ সালে সীতাকুণ্ড পৌরসভা এলাকার বাসিন্দা মোহাম্মদ মুছা আল আমানত সমবায় সমিতি নামে একটি সমিতি চালু করেন। ওই সময় সীতাকুণ্ড উপজেলার সমবায় অফিস থেকে নিবন্ধনও নেন তিনি। পর্যায়ক্রমে সমিতির পরিধি বাড়াতে থাকে। সীতাকুণ্ডের প্রতিটি গ্রামে গ্রামে চালু করা হয় এই সমিতির কার্যক্রম। ২০১৯ সাল পর্যন্ত এ সমিতির সদস্য সংখ্যা তিন হাজারের অধিক হয়। ২০২০ সালে করোনায়

আক্রান্ত হয়ে মারা যায় সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মুছা তাঁর পরিবর্তে সভাপতি হন স্ত্রী রোমেনা ইয়াছমিন। তিনিও ২০২১ সালে মারা যাওয়ার পর তার ছেলে মোশারফ হোসেন সভাপতি হিসাবে। দায়িত্ব নেন। এরপরভোক্তভোগী গ্রাহকরা তাদের সঞ্চিত টাকা ফিরে পেতে ধর্না দেওয়া শুরু করলে সে বিদেশ পাড়ি জমায়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, সমিতির সদস্যরা টাকাগুলো। মারা যাওয়া সমিতির সভাপতিকে দিয়েছিলো। কিন্তু তিনি ওই টাকা। সমিতির একাউন্টে জমা না করে নিজের একাউন্টে রেখেছে। মূলত টাকাগুলো আত্নসাৎ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছিলো। বর্তমানে তার ছেলে সভাপতি দায়িত্বে থাকলেও পলাতক রয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, আল আমানত সমবায় সমিতির শতাধিক নারী-পুরুষ সদস্য উপজেলা সমবায় কর্মকর্তাকে বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ঘেরাও করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইউএনও সহ তিনি বিক্ষুদের বুঝিয়ে শান্ত করেন। পরে অবরুদ্ধ অবস্থা থেকে সমবায় কর্মকর্তাকে মুক্ত করে বিক্ষুব্ধ গ্রাহকদের সাথে আলোচনায়। বসেন। সমিতির সভাপতির নামে। পূবালী ব্যাংকে থাকা ৬৫ লাখ ও এবি ব্যাংকে জমা থাকা ৫৬ লাখ টাকা নিয়ম মোতাবেক তুলে তাদের সমতার ভিত্তিতে আগামী ১৫ দিনের মধ্যে বন্টন করে দেওয়ার কথা জানান তিনি ।

খালেদ/ পোস্টকার্ড ;