সীতাকুণ্ডে সড়কের কাজে অনিয়মের সত্যতা পেলেও এখনো বহাল ঠিকাদার

সীতাকুণ্ডে সড়কের কাজে অনিয়মের সত্যতা পেলেও এখনো  বহাল ঠিকাদার
সীতাকুণ্ডে সড়কের কাজে অনিয়মের সত্যতা পেলেও এখনো বহাল ঠিকাদার

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুন্ড পৌরসভার কলেজ রোড় (মন্দির সড়ক) উন্নয়নের কাজে অনিয়ম করেও এখনো সেই ঠিকাদার বহাল আছেন এমন অভিযোগ পাওয়া গেছে । স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কাজের মান যাচায়ে সত্যতা পেয়ে সিডিউল মোতাবেক কাজ করার নির্দেশ দেয়া হয় ঠিকাদারী প্রতিষ্ঠানকে । কিন্তু নির্দেশনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও নিন্ম মানের ইট-বালি সরিয়ে নেয়নি ঠিকাদার। তাছাড়া আবারো পুরনো নিয়মে কাজ চালিয়ে যাচ্ছে । প্রশাসনিকভাবে স্থায়ী কোন   ব্যবস্থা না নেয়ায় গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, পৌরসদরের কলেজ রুটে নগর উন্নয়ন প্রকল্পের অধিনে উন্নয়ন করা শুরু করেছে আবদুল্লা এন্টার প্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান। পরবর্তীতে কাজে অপরাগত করায়। সিডিউল মূল্যে কিনে কাজ শুরু করে আবদুল্লা এন্টারপ্রাইজ। কিন্তু ১ কোটি ৩৭ লাখ টাকার কাজ হাত বদলিয়ে শুরু করলেও শুরুতে সিডিউল লংঘনের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে কাজ বন্ধ করে নিয়মমাপিক কাজের নির্দশনা দেন পৌর কর্তৃপক্ষ। অথচ সকল নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্দেশান অমান্য করছে ঠিকাদার। ইঞ্জিনিয়ারদের সাথে ঠিকাদারের আঁতাতের কারনে ব্যবস্থা নেয়া হচ্ছে না অভিযোগ পাওয়া যায়। তবে ঠিকাদারকে নিয়মমাফিক কাজ করতে সময় দেয়া হয়েছে বলে জানান পৌর প্রকৌশলী নুরনবী ভূঁইয়া । 

নির্বাহী প্রকৌশলী নুরনবী বলেন, শুক্রবার ও পরদিন শনিবার বন্ধ থাকার সুযোগ নিয়ে ঠিকাদার নিন্মমানের ইট ব্যবহার করে থাকতে পারে। এরকম হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযাগ পাওয়ার সাথে সাথে মেয়রের নির্দেশমত আমরা কাজ বন্ধ রাখার আদেশ দিয়েছি। এই কাজে ব্যবহৃত ইট পরিক্ষা-নিরীক্ষা করা হবে। নিন্মমানের ইট পাওয়া গেলে সেটা অপসারন করা হবে। আর এভাবে নানা ছলছাতুরীতে কাজ চালিয়ে যাওয়া পন্ধি করছে ঠিকাদার।

এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বলেন, কাজে অনিয়ম করলে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এরমধ্যে অভিযোগ পেয়ে কাজ বন্ধ করা হয়েছে। এরপরও কোনো প্রকার ছলছাতুরী করলে টেন্ডার বাতিল করে পূনঃটেন্ডারের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

খালেদ , পোস্টকার্ড ;