সাংবাদিক মিশুর পিতার ইন্তেকাল , আনোয়ারা সাংবাদিক সমিতি ও  সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব'র শোক

সাংবাদিক মিশুর পিতার ইন্তেকাল , আনোয়ারা সাংবাদিক সমিতি ও  সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব'র শোক
সাংবাদিক মিশুর পিতার ইন্তেকাল , আনোয়ারা সাংবাদিক সমিতি ও  সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব'র শোক

সীতাকুণ্ড  প্রতিনিধি ।।

জাতীয় দৈনিক সময়ের আলোর ঢাকা অফিসের সিনিয়র সাব এডিটর সাংবাদিক শাখাওয়াত হোসন  মিশুর পিতা আবদুল কাদের খন্দকার ইন্তেকাল করেছেন (ইন্না……ইলাইহি রাজিউন)। 

বুধবার (২৩ আগস্ট ) তার কর্মস্থল চট্টগ্রামস্থ সিইউএফএল-এ মসজিদে আছরের নামাজ পড়া শেষে মোনাজাতরত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একইদিনে বাদ এশা সিউইউএফএল কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। 

আজ তার নিজ বাড়ী  নরসিংদীর পলাশে দক্ষিণ দেওড়া স্কুল মাঠে আগামীকাল  সকাল ১০টাই তার ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। মৃত্যু পূর্বে তিনি আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ীত্ব সারখারখানা সিইউএফএলের এফপিডি ব্যাগিং শাখায় কর্মরত ছিলেন।

এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিইউএফএলের শ্রমিক-কর্মচারী ও আনোয়ারা গণমাধ্যমকর্মীদের মাঝে। 

সাংবাদিক মিশুর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)। এক শোক বার্তায় সভাপতি রূপন দত্ত ও সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদ বলেন, সাংবাদিক শাখাওয়াত হোসেন মিশু একজন নির্ভীক কলম সৈনিক। সাংবাদিক মিশুর কর্মস্থল ঢাকায় হলেও তিনি আনোয়ারার গণমাধ্যম কর্মীদের সুখে দুঃখে পাশে থাকেন। হঠাৎ তার শ্রদ্ধেয় পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।  এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 

অন্যদিকে সাংবাদিক মিশুর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব । এক শোক বার্তায় ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দীন খালেদ ও সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল বলেন, সাংবাদিক শাখাওয়াত হোসেন মিশু একজন নির্ভীক সংবাদকর্মী ।  সাংবাদিক মিশুর শ্রদ্ধেয় পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি  এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।  

খালেদ / পোস্টকার্ড ;