সীতাকুণ্ডে ৪১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সীতাকুণ্ডে ৪১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
সীতাকুণ্ডে ৪১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ড উপজেলায় ২০২২-২৩ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবউল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল, কাউন্সিল সফিউল আলম চৌধুরী মুরাদ, ইউপি সদস্য সাব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম হাবীবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ২৬৫ কেজি রুই জাতীয় মাছের পোনা উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার ৪১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করা হয়।

খালেদ / পোস্টকার্ড;