‘তিন খানকে’ নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

‘তিন খানকে’ নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

পোস্টকার্ড ( বিনোদন) ডেস্ক ।

ভারতে চলছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন। যা দিনে দিনে আরও বেশি ছড়িয়ে পড়ছে। যারা প্রভাব পরা শুরু হয়েছে চলচ্চিত্রেও। এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ভারতের বিভিন্ন রাজ্যের সরকারসহ দেশটির অসংখ্য জনগণ। এবার এই আইনের বিরুদ্ধে বলিউডের দর্শকখ্যাত তিন অভিনেতা আমির খান, সালমান খান এবং শাহরুখ খানকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন জনপ্রিয় সিনেমা রাওয়ানের পরিচালক অনুভব সিনহা। খবর রয়টার্সের।

এ নিয়ে পরিচালক অনুভব সিনহা বলেন, আমি এই নিয়ে খুব ক্ষুব্ধ যারা এই আইন নিয়ে কথা বলছেন না। এই তিন অভিনেতা এবং তাদের শুভাকাঙ্খীরা অন্যরকম কিছু। তাদের (তিন খান) একটি মুখের কথা লাখ লাখ মানুষকে প্রভাবিত করতে পারে।

এদিকে বিতর্কিত নাগরিকত্ব বিল নিয়ে বলিউডের জনপ্রিয় মুসলিম অভিনেতা তিন খানের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কোন কথা বলেননি।

প্রসঙ্গত, ভারতে বিতর্কিত নাগরিকত্ব বিল পাস হওয়ার পর চলা আন্দোলনে বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। সমালোচকরা বলছেন , মুসলিমদের দমন করতেই এই আইনের প্রণয়ন করেছে বিজেপি।