সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ
সীতাকুণ্ডের জঙ্গল সলীমপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগরে পাহাড় দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিদ্যুৎ সংযােগ পানি বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফৌজদারহাট - বায়েজিদ লিংক রােড দুই ঘণ্টা অবরােধ করে রাখেন অবৈধ বসবাসকারীরা।

গতকাল বুধবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। এরফলে কয়েক কিলােমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে বিদ্যুতের পুনঃসংযােগ ও উচ্ছেদ বন্ধের আল্টিমেটাম দিয়ে অবরােধ তুলে নেন তারা।

জঙ্গল সলিমপুর পাহাড় কেটে শত শত অবৈধ ঘরবাড়ি গড়ে ওঠেছে। তিন হাজার একরের বেশি পাহাড় কেটে ফেলা হয়েছে। ৯০-এর দশক থেকে পাহাড় কেটে লক্ষাধিক মানুষের বসবাস শুরু করে। সে সময় থেকে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ আস্তানা গড়েছে এই জঙ্গল সলিমপুরে। পাহাড় দখল ও প্লট বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন সন্ত্রাসী গ্রুপগুলো।

সম্প্রতি জঙ্গল সলিমপুর পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে জেলা প্রশাসন। সন্ত্রাসীদের সেই অভয়ারণ্যে সরকারি ১১টি প্রতিষ্ঠান গড়ে তােলার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। নির্মাণ করা হবে স্পাের্টস ভিলেজ, হাট ফাউণ্ডেশন হাসপাতাল, সাফারি পার্ক, ইকো পার্কসহ বিনােদনকেন্দ্র, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, উচ্চক্ষমতার বেতার সম্প্রচারকেন্দ্র, পাহাড় ব্যবস্থাপনা কমিটির কার্যালয় ও প্রশিক্ষণ, কাস্টমস ডাম্পিং হাউস, সবুজ শিল্প এলাকা, চট্টগ্রাম সেনানিবাস ও বিএমএ এবং আনসার ভিডিপি প্রশিক্ষণকেন্দ্র এবং ভূমিহীনদের পুনর্বাসন।

গত মঙ্গলবার (২ আগস্ট) দুর্গম জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মােহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিদ্যুৎ সংযােগ বিচ্ছিন্ন করা হয়। উচ্ছেদ ও বিদ্যুৎ সংযােগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে আলীনগর এলাকার হাজারাে নারী-পুরুষ জড়াে হয়ে বুধবার বিকেল ৫টায় ফৌজদারহাট লিংক রােড অবরােধ করেন।

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভের সামনে ছিল স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামমুখী সড়কে অবস্থান নেন মহিলা ও শিশুরা। ঢাকামুখী সড়কে অবস্থান নেন পুরুষেরা ।

আলীনগরের বাসিন্দা নুরুন্নবি বলেন, 'বিনা নােটিশে বিদ্যুৎ সংযােগ বিচ্ছিন্ন করে জনজীবন ব্যাহত করা হচ্ছে। অনেক স্থানে নেই পানি সরবরাহও। ১৭৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান বন্ধ ও ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় বিদ্যুৎ সংযােগের দাবিতে রাস্তায় নেমেছেন বাসিন্দারা। দাবি পূরণ না হলে কাল (আজ বৃহস্পতিবার) আবারাে মহাসড়ক অবরােধ করা হবে।' একই দাবি করে শিক্ষার্থী ও অন্য নারী-পুরুষরাও। শেষে সন্ধ্যা ৭টার দিকে অন্ধকার নেমে আসলে অবরােধকারীরা উচ্ছেদ বন্ধ ও পুনরায় বিদ্যুৎ সংযােগের আল্টিমেটাম দিয়ে অবরােধ তুলে নিয়ে পাহাড়ে ফিরে যায়।

সড়ক অবরােধে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে ছিল। জেলা ও মেট্রোপলিটন পুলিশের বিপুল সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাে. আশরাফুল করিম বলেন, বিদ্যুৎ সংযােগ পুনরায় স্থাপন ও উচ্ছেদের বিরুদ্ধে আলীনগরের কিছু বাসিন্দা ফৌজদারহাট-বায়েজিদ সড়কে দুই ঘণ্টা সড়কে অবস্থান নেয়। এতে যানজট সৃষ্টি হলেও পুলিশ কোন ধরনের বাধা দেয়নি। পরে অন্ধকার নেমে আসলে তারা সেখান থেকে চলে যায় ।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মাে. শাহাদাত হােসেন বলেন, আলীনগরের এসব বাসিন্দারা আগেও সেখানে অভিযানের কথা শুনলে সড়ক অবরােধসহ নানাভাবে অভিযান ব্যাহত করত। এবারও সেই পুরােনাে কায়দায় সড়ক অবরােধ করেছে। 

খালেদ / পোস্টকার্ড ;