সীতাকুণ্ড উপকূলে নিষিদ্ধ জাল ব্যবহার রোধে নৌ-পুলিশের অভিযান, ৫ লক্ষ হাজার বর্গমিটার জাল ধ্বংস

সীতাকুণ্ড উপকূলে নিষিদ্ধ জাল ব্যবহার রোধে নৌ-পুলিশের অভিযান,  ৫ লক্ষ হাজার বর্গমিটার জাল ধ্বংস
সীতাকুণ্ড উপকূলে নিষিদ্ধ জাল ব্যবহার রোধে নৌ-পুলিশের অভিযান, ৫ লক্ষ হাজার বর্গমিটার জাল ধ্বংস

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডের সমুদ্র উপকূলের চরঘেরা ও বেহুন্দি জালসহ অবৈধ সব ধরনের জালের ব্যবহার রোধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে কুমিরা নৌ-পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) দিনব্যাপী সন্ধীপ চ্যানেলের বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড সমুদ্র উপকূল এলাকায় অভিযানের নেতৃত্ব দেন নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া।

অভিযানে কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. একরাম উল্লাহ ও সঙ্গীয় ফোর্স যোগ দেন। তারা চরঘেরা, বেহুন্দিসহ ১৬ টি জাল জব্দ ও আগুনে পুড়ে ধ্বংস করেন।অভিযানে মোট ৪ লক্ষ ৮০ হাজার বর্গমিটার জাল ও বিপুল সংখ্যক বাঁশ ধ্বংস করা হয় বলে জানানো হয়। যার আনুমানিক মূল্য ২৮ লাখ ১৫ হাজার টাকা।

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মোঃ একরাম উল্লাহ বলেন, অবৈধ জাল নিষিদ্ধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

খালেদ/ পোস্টকার্ড;