সওজের জায়গায় বিল্ডিং নির্মাণ ব্যবস্থা নিতে সীতাকুণ্ডের পুলিশকে নোটিশ

সওজের জায়গায় বিল্ডিং নির্মাণ ব্যবস্থা নিতে সীতাকুণ্ডের পুলিশকে নোটিশ
সওজের জায়গায় বিল্ডিং নির্মাণ ব্যবস্থা নিতে সীতাকুণ্ডের পুলিশকে নোটিশ

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে দক্ষিণ বাঁশবাড়িয়া হারাধন পাড়া আব্দুর রশিদ সারাং বাড়ির রাস্তার পাশে সওজের জায়গা দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে।

গত ১১ই জানুয়ারি অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করণসহ নির্মাণকারী কামাল উদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সীতাকুণ্ড মডেল থানা পুলিশকে একটি চিঠি পাঠান কুমিরা সড়ক জনপথ শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম চৌধুরী।

অভিযোগ তদন্তকারী সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ রবিবার বিকালে ঘটনাস্থল গিয়ে সড়ক জনপথ বিভাগের জায়গা ওপর বিল্ডিং নির্মাণকারী অভিযুক্ত কামাল উদ্দীনকে না পেয়ে তার পরিবারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

সীতাকুণ্ড সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, সওজের জায়গার অধিগ্রহণকৃত ভূমিতে প্রায় ৫ শতক জায়গা জোরপূর্বক দখল করে বিল্ডিং ঘর নির্মাণের দায়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সীতাকুণ্ড মডেল থানাসহ আরো সরকারি ৩টি দপ্তরে অনুলিপি প্রদান করা হয়েছে।

এদিকে দখলকারী অভিযুক্ত কামাল বলেন, তিনি সওজের জায়গা দখল করে ঘর নির্মাণ করিনি। তবে জায়গা পরিমাপ করে যদি পেয়ে থাকে তিনি বিল্ডিং ভেঙে বুঝিয়ে দিবেন বলে জানান।