সীতাকুন্ডে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুন্ডে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
সীতাকুন্ডে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুন্ড প্রতিনিধি।।

বৃহস্পতিবার (১৯নভেম্বর) বেলা ১১ টায় সীতাকুণ্ডের ৮নং সোনাইছড়ি ইউনিয়ন চত্বরে ১০নং বিট পুলিশিং কার্যালয়ের সহযোগীতায় এবং সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রনেতা শাহরিয়ার রাশেদের সঞ্চালনায় এবং সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহম্মেদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শীতলপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাষ্টার জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন মানিক, ইউপি সদস্য মোঃ ইয়াকুব, আওয়ামীলীগ নেতা তারেক উদ্দিন সিকদারসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, রাজনীতিবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, একটা দেশের উন্নয়নের পূর্বশর্ত আইন-শৃঙ্খলার উন্নয়ন। আইন-শৃঙ্খলার উন্নয়ন করতে গিয়ে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ হচ্ছে প্রথম বিচারক।

তিনি আরও বলেন, সবার কাছে অনুরোধ, আপনার শিশুটি কোথায় যাচ্ছে, কার কাছে রেখে যাচ্ছেন তা অবশ্যই খেয়াল রাখবেন। মাদক, জঙ্গী ও ধর্ষণবিরোধী সচেতনতা পরিবার থেকেই শুরু করতে হবে। যেকোনো ধরনের খারাপ পরিস্থিতি দেখলে অবশ্যই থানা-পুলিশকে অবগত করবেন অথবা ৯৯৯-এ কল দেবেন। পুুুলিশ সর্বদা জনগনের সেবায় নিয়োজিত।