সিএমপিতে আসছে নতুন মুখ, পদোন্নতি পেয়ে পুরনোরা চট্টগ্রাম ছাড়ছেন

সিএমপিতে আসছে নতুন মুখ, পদোন্নতি পেয়ে পুরনোরা চট্টগ্রাম ছাড়ছেন
সিএমপিতে আসছে নতুন মুখ, পদোন্নতি পেয়ে পুরনোরা চট্টগ্রাম ছাড়ছেন

নিজস্ব প্রতিবেদক।।

পুলিশের উচ্চপর্যায়ে চট্টগ্রামসহ সারা দেশে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে বড় আকারের রদবদল হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সহ মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পদেও বদলির খবর জানা গেছে। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিপদেও আসছে নতুন মুখ।

বুধবার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক ৩টি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথকে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। সিএমপির অপর অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুল আলমকে ঢাকা হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সানা শামীনুর রহমানকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিএমপির উপ পুলিশ কমিশনার আমির জাফরকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে। সিএমপির আরেক উপ-পুলিশ কমিশনার এসএম মেহেদী হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। সিএমপির উপ-পুলিশ কমিশনার ফারুক উল হককে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে সিএমপিতে যোগ দিচ্ছেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এমএ মাসুদ, ডিএমপির উপ পুলিশ কমিশনার আ সম মাহতাব উদ্দিন।

এছাড়া চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হককে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনকে ঢাকা হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে, একই রেঞ্জের আরেক অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মোহাম্মদ হাসান বারী নূরকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের নতুন অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে আসছেন নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায় এবং ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার মাহফুজুর রহমান।

এর আগে গত ৫ ও ৬ জুন পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার-এসপি পদে পদোন্নতি দেওয়া হয় ৩৬ কর্মকর্তাকে। ১২ মে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে ডিআইজি করা হয় তাছাড়া ৩১ মে ও ৩ জুন ১১৯ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয় সরকার। 

খালেদ/ পোস্টকার্ড ;