করোনা নিয়ে গুজব ছড়ানোয় ফেনী দুই যুবক গ্রেফতার

করোনা নিয়ে গুজব ছড়ানোয় ফেনী দুই যুবক গ্রেফতার
ফেনী গুজব ছড়ানোয় গ্রেফতারকৃতরা। ছবি. সংগ্রহ

পরশুরাম সংবাদদাতা ।।

করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোয় ফেনীর ২ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

ফেনী ডিবি পুলিশ সূত্র জানায়, করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হয়। মঙ্গলবার দুপুরে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বর থেকে শহীদুল ইসলাম রাসেল (২৯) ও আবদুল আহাদ (২২) নামের দু'জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া রাসেল সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকার নজির উদ্দিন বাড়ির কবির আহম্মদের ছেলে ও আহাদ কাজিরবাগ ইউনিয়নের আব্দুর রশিদ কাজী বাড়ীর আব্দুর রহমানের ছেলে।

ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী গোলাম মহি উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

ফেনী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এ এন এম নুরুজ্জামান জানান, নোভেল করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোয় ২ যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।