শেখ হাসিনার চট্টগ্রামের জনসভা ঘিরে চাঙ্গা তৃণমূল

শেখ হাসিনার চট্টগ্রামের জনসভা ঘিরে চাঙ্গা তৃণমূল
শেখ হাসিনার চট্টগ্রামের জনসভা ঘিরে চাঙ্গা তৃণমূল

পোস্টকার্ড ডেস্ক।।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে তৃণমূলে ছুটছেন দায়িত্বশীল নেতারা। প্রতিদিনই কোনো না কোনো স্থানে সভা করে মিছিলযোগে জনসভায় যোগ দেয়ার অনুরোধ করছেন। জনসভায় লোক সমাগম ঘটাতে নেতাদের এমন তৎপরতায় চাঙ্গা তৃণমূল। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পৌরসভা, ইউনিটে সভা করছেন নেতাকর্মীরা। একদিনে কমপক্ষে ৩-৫টি সভাতেও যোগ দিচ্ছেন নেতারা। সেখানে গিয়ে জনগণকে জনসভায় যোগ দেয়ার অনুরোধের পাশাপাশি সরকারের উন্নয়ন চিত্রও তুলে ধরছেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় লোক সমাগম ঘটাতে মিরসরাইয়ে একটি ইউনিয়নে ১০টি পর্যন্ত সভা করা হয়েছে। প্রতিটি সভায় নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত হবেন বলে জানিয়েছেন। নেতাকর্মীরা যাতে সুন্দরভাবে জনসভায় আসতে পারে আমরা সে ব্যবস্থা করছি।

বিভিন্ন সূত্রে জানা যায়, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বার্ধক্যের এমন সময়েও সকাল থেকে রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। একইভাবে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন নগর চষে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর জনসভায় লোক সমাগম ঘটাতে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি। নগর আওয়ামী লীগের এই দুই নেতা ছাড়াও সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন বাবুল প্রচারণা করছেন। নগরের চার সংসদ সদস্যের পক্ষ থেকেও বড়ধরনের শোডাউন দেয়ার প্রস্তুতি চলছে।

তাছাড়া বিভিন্ন এলাকায় নেতাদের মধ্যে বিরোধ থাকলেও তা নিরসন করছেন। নেতারা উপজেলায় উপজেলায় বিরোধীয় নেতারা সমন্বয় করেই জনসভায় লোক সমাগমের প্রস্তুতি নিয়েছেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রতিটি উপজেলার নেতাদের সাথে সভা করেছেন। নিজেরাও বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলার আটটি উপজেলা থেকে দেড় লক্ষ মানুষ আনার পরিকল্পনা করছেন নেতারা।

উত্তর জেলার আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করছেন। উত্তরের সাতটি উপজেলা চষে বেড়াছেন সভাপতি এম.এ সালাম। তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সভা করছেন। প্রতিটি সভায় সরকারের উন্নয়নের বার্তা দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর জনসভায় লোক সমাগমকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন চট্রগ্রাম ৪ সংসদীয় আসনের আওয়ামীলীগের দলীয় সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

শনিবার সন্ধ্যায় মোস্তফা হাকিম কলেজ মাঠে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আকবরশাহ থানা আ.লীগের সভাপতি সুলতান আহমেদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সীতাকুণ্ড উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ পরিচালনায় সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ( চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগের সহ সভাপতি এ্যাড ফখরুদ্দিন চৌধুরি, আকবর শাহ থানা আ.লীগের সাধারন সম্পাদক কাজি আলতাফ হোসেন, চসিক কাউন্সিলর নিছার উদ্দীন মঞ্জু, জহুরুল আলম জসিম, সীতাকুণ্ড পৌর মেয়র মুক্তিযুদ্ধা বদিউল আলম, উত্তর জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক মহসিন জাহাঙ্গীর, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার লাভলু, সদস্য মোঃ ইদ্রিস, গোলাম রাব্বানি, মহিউদ্দীন মন্জু, উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, নাজিম উদ্দিন, রেহান উদ্দীন, রেজাউল করিম বাহার, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক যথাক্রমে হাসেম ভুইয়া, নিজাম উদ্দীন, সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, সাহাবউদ্দিন, শাহজাহান, বেলাল উদ্দিন, খায়রুল আজম, সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন, সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলালী, উপজেলা যুবলীগ নেতা দুলাল দে, কৃষকলীগ নেতা এড. শওকতুল আলম, মহিলা আওয়ামীলীগ নেতা দিলোয়ারা বেগম, শ্রমিক লীগ নেতা মাহবুবুল আলম, তাঁতিলীগ নেতা ইউসুফ আলী লিটন প্রমুখ।

সভায় সাংসদ দিদারুল আলম দলীয় নেতা কর্মীদের ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা কে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং জনসভায় যোগদান করতে দলীয় নেতাকর্মী দের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেন, স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় রুপ দিতে হবে এবারের জনসভাকে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে নেতারা ঘুমহীন প্রচারণা করছেন। জনসভায় মানুষ সমাগম বাড়াতে আমরা একদম তৃণমূল পর্যন্ত সমন্বয় করছি। এই জনসভা ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে একধরনের উচ্ছ্বাস এসেছে। চট্টগ্রামবাসী প্রস্তুত প্রধানমন্ত্রীকে বরণে।

খালেদ / পোস্টকার্ড ;