সীতাকুণ্ডে ৩০ মামলার আসামি মোহাম্মদ আলী অস্ত্রসহ গ্রেপ্তার

সীতাকুণ্ডে ৩০ মামলার আসামি মোহাম্মদ আলী অস্ত্রসহ গ্রেপ্তার
সীতাকুণ্ডে ৩০ মামলার আসামি মোহাম্মদ আলী অস্ত্রসহ গ্রেপ্তার

পোস্টকার্ড নিউজ ॥  

সীতাকুণ্ডে খুন, অস্ত্র, বিস্ফোরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন আইনে দায়ের হওয়া ৩০ মামলার আসামি মোহাম্মদ আলী বিদেশি অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন গহীন পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ আলী সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর তেলী পাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা, ৩টি অস্ত্র আইনের মামলা ও ১৫টি বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ৩০টি মামলা রয়েছে। একইসাথে মোহাম্মদ আলী একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

মোহাম্মদ আলী একজন অস্ত্রধারী সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ ও সীতাকুণ্ড এলাকার ত্রাস হিসেবে পরিচিত। সীতাকুণ্ড এলাকায় ঘর-বাড়ি, দোকান নির্মাণের সময় তাকে চাঁদা দিতে হয় বলে অভিযোগ আছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, গহীন পাহাড় থেকে মোহাম্মদ আলীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, গত মাসে একটি দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ আলীর ছোট ভাই জাফর আলীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

 খালেদ / পোস্টকার্ড ;